কোডশেফ অনলাইন কম্পিটিটিভ প্রোগ্রামিং প্ল্যাটফর্ম। এটি ২০০৯ সালে ভারতীয় সফ্টওয়্যার কোম্পানি Directi এর উদ্যোগে শুরু হয়েছিল। 2020 সালে, এটি Unacademy কোম্পানি কিনে নেয়।

CodeChef
Screenshot of CodeChef on 12 February 2024.
প্রতিষ্ঠাসেপ্টেম্বর ২০০৯
সদরদপ্তরবেঙ্গালুরু, ইন্ডিয়া
শিল্পসফটওয়্যার
ওয়েবসাইটwww.codechef.com

মাসিক কোডিং প্রতিযোগিতার পাশাপাশি, CodeChef আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) এর ভারতের আঞ্চলিক পর্বের, সেইসাথে ভারতের স্কুল ছাত্রদের জন্য আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড (IOI) এর আয়োজন করে থাকে।[]

CodeChef-এর বেশিরভাগ সেবা চার্জ ছাড়াই উপলব্ধ, কিন্তু কিছু কিছু সেবার জন্য মাসিক সদস্যতা প্রয়োজন৷[] কোডশেফ তার অনুরুপ কোম্পানি যেমন- হ্যাকার র‍্যাংক, লিটকোড, টপকোডার, এসপিওজে, গিক্সফরগিক্স এর সাথে প্রতিযোগিতা করে।

ইতিহাস

সম্পাদনা

২০১০ সালে, প্রোগ্রামারদের সমস্যা-সমাধানের দক্ষতা বৃদ্ধিতে তাদের সাহায্য করার লক্ষ্যে Directi কোডশেফ চালু করে। জুলাই মাসে, সংস্থাটি "গো ফর গোল্ড" নামে একটা প্রোগ্রাম চালু করে, যা ভারতীয় দলকে আইসিপিসির কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম করে।[]

জুলাই ২০১৩ সালে, Directi "কোড-শেফ ফর স্কুলস" নামে আরেকটি প্রোগ্রাম চালু করে, যা স্কুলের শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে অংশগ্রহণ করতে উৎসাহিত করে। উদ্যোগটির লক্ষ্য ছিল, ছাত্রদের প্রয়োজনীয় দক্ষতা যেমন সমস্যা বিশ্লেষণ, অ্যালগরিদম এবং ডেটা স্ট্রাকচার ডিজাইন, প্রোগ্রামিং অর্জনে সক্ষম করে আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড এর জন্য প্রস্তুত করা।[]

২০২০ সালে, কোডশেফ-এর মালিকানা Directi থেকে Unacademy এ পরিবর্তন হয়। ২০২৩ থেকে কোডশেফ স্বাধীন কোম্পানী হিসেবে তার স্বাধীন ম্যানেজমেন্ট টিম এবং কর্মচারীদের দ্বারা পরিচালিত হয়।[]

আরো দেখুন

সম্পাদনা

কোডফোর্সেস

কম্পিটিটিভ প্রোগ্রামিং

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Saraswathy, M. (২০১৩-০৭-৩০)। "Directi launches CodeChef for Indian school kids"Business Standard India। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৬ 
  2. "CodeAcademy review"PC magazine। আগস্ট ৫, ২০২১। সংগ্রহের তারিখ জানু ১৫, ২০২১ 
  3. "Directi Enhances Software Collaboration Through CodeChef"। ৯ সেপ্টেম্বর ২০০৯। 
  4. Saraswathy, M. (২০১৩-০৭-৩০)। "Directi launches CodeChef for Indian school =Business Standard India"। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৬ 
  5. "Unacademy acquires non-profit coding platform CodeChef"। ১৮ জুন ২০২০। 

বহিঃসংযোগ

সম্পাদনা