কোটা রেলওয়ে বিভাগ
কোটা রেলওয়ে বিভাগ ভারতীয় রেলওয়ের পশ্চিম মধ্য রেলওয়ে জোনের অধীনে তিনটি রেলওয়ে বিভাগের একটি। এই রেলওয়ে বিভাগটি ১ এপ্রিল ১৯৫২ সালে গঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর ভারতের রাজস্থান রাজ্যের কোটায় অবস্থিত।
জবলপুর রেলওয়ে বিভাগ এবং ভোপাল রেলওয়ে বিভাগ হল WCR জোনের অধীনে অন্য দুটি রেলওয়ে বিভাগ জবলপুরে সদর দফতর । [১] [২]
রেলওয়ে স্টেশন এবং শহরের তালিকা
সম্পাদনাতালিকায় কোটা বিভাগের অধীনে থাকা স্টেশন এবং তাদের স্টেশন বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। [৩] [৪] [৫]
স্টেশনের বিভাগ | স্টেশনের সংখ্যা | স্টেশনের নাম |
---|---|---|
ক-১ | ১ | Kota Junction |
ক | ২ | Bharatpur Junction, Sawai Madhopur |
খ | ৫ | Bundi, Bhawani Mandi, Gangapur City, Hindaun City, Ramganj Mandi |
গ শহরতলির স্টেশন |
২ | Dakaniya Talav, Sogaria |
ডি | ১১ | Baran, বায়না Bayana Junction, Chaumahla, Chhabra Gugor, Dakaniya Talav, Indragarh Sumerganj Mandi, Lakheri, Shri Mahabirji, Shamgarh, Suwasra, Vikramgarh Alot |
ই | - | আলনিয়া, আমলি, আঁথা, আর্নেথা, অত্রু, বরুদানি, বাসি বেরিসাল, ভনরা, ভুলন, বিজোরা, ছাজাওয়া, ছোট ওদাই, দধদেবী, দারা, ধরনাওদা, ধুরমুই জাঘিনা, ধুয়ানখেরি, দিগোদ, ডুমারিয়া, Fateh Singhpura, গারোট, গারোট, গারোট হাঁসপুরা, জাজন পট্টি, জলীন্দ্রী, ঝালাওয়ার রোড, কানওয়ালপুরা, কাপরেন, কেলা দেবী, কেশোরাই পাটান, খন্ডীপ, কুরলাসি, কুশতলা, লাবন, লালপুর উমরি, লুনি রিছা, মালারনা, মন্ডলাগড়, মেহিদপুর রোড, মখোলি, মোরক, মতিপুরা, মুরকি, মোড়ক, নারায়ণপুর তাতওয়ারা, নাথু খেরি, নিমোদা, পারসোলি, পিঙ্গোরা, রণথম্ভর, রাবথা রোড, রাওয়াঞ্জনা ডুঙ্গার, রোহালখুর্দ, সালপুরা, সেওয়ার, শ্যামপুরা, শ্রীনগর, তালাভলি, থালেরা, থুরিয়া, উপরামল, শ্রী কল্যাণপুরা, জুলমি শহর। |
চ হল্ট স্টেশন |
- | চন্দ্রেশাল, চৌরাখেরি, চৌরমন নাগরী, ধিন্ধোড়া হুকমিখেরা, জয়ছলি, কেশোলি, পিপলোদ রোড, রানিকুন্ড রাহ, সালাবাদ, সিক্রোদামিনা। |
মোট | - | - |
যাত্রীদের জন্য স্টেশন বন্ধ -
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Zones and their Divisions in Indian Railways" (পিডিএফ)। Indian Railways। ১৯ মার্চ ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৬।
- ↑ "Kota Railway Division"। Railway Board। North Eastern Railway zone। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৬।
- ↑ "Statement showing Category-wise No. of stations in IR based on Pass. earning of 2011" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৬।
- ↑ "PASSENGER AMENITIES - CRITERIA= For Categorisation Of Stations" (পিডিএফ)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৬।
- ↑ "CATEGORY WISE LIST OF STATION OF WEST CENTRAL RAILWAY"। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৬।