কৈলাগ ইউনিয়ন
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার একটি ইউনিয়ন
কৈলাগ ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
কৈলাগ | |
---|---|
ইউনিয়ন | |
কৈলাগ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে কৈলাগ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১৩′১৬″ উত্তর ৯০°৫৭′১৬″ পূর্ব / ২৪.২২১১১° উত্তর ৯০.৯৫৪৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
উপজেলা | বাজিতপুর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাবাজিতপুর উপজেলা শহর থেকে ২.৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাপ্রশাসনিক এলাকা
সম্পাদনাআয়তন ও জনসংখ্যা
সম্পাদনাইউনিয়নের নাম ও জিও কোড | আয়তন (বর্গকিঃমিঃ) | লোকসংখ্যা | ভোটার সংখ্যা | মোট ভোটার
১০১৭৭ | |
পুরুষ | মহিলা | পুরুষ | নারী | ||
কৈলাগ ৭২ | ১১.৭২ (প্রায়) | ৯০৫০ | ১১২০০ | ৫০২২ | ৫১৫৫ |
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার :
শিক্ষার হার (%) |
২২.৫৪ |
শিক্ষা প্রতিষ্ঠান
১)২৬ নং কুকরারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২)২৯ নং পিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩)২৮নং কৈলাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৪)২৭ নং রাহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৫) ১১১ নং হাজী মুখলেছুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়।
৬) পশ্চিম কুকরারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়।
৭) কচুয়াখালা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
৮) মদীনাতুল উলুম মাদ্রাসা, কুকরারাই।
কৈলাগ ব্রিজ
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাহাজী আয়াত উল্লাহ সরকার
উসমান গনি
হাজী মুখলেছুর রহমান মঞ্জু(মাস্টার)
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান-
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | মোঃ তৈয়বুর রহমান | ১৯৯৮-২০০৩থ্রিঃপর্যন্ত |
০২ | মোঃ আব্দুল করিম | ২০০৩-২০১১থ্রিঃপর্যন্ত |
০৩ | মোঃ হান্নান মিয়া | ২০১১-২০১৬থ্রিঃপর্যন্ত |
০৪ | মোঃ গোলাম কিবরিয়া স্বাধীন | ২০১৬-২০২১খ্রিঃপর্যন্ত |
০৫ | মোঃ কায়ছার-এ-হাবীব | ২০২১-বর্তমান |
০৬ | ||
০৭ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কৈলাগ ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- ↑ "বাজিতপুর উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।