কেরলের বিপ্লবী সমাজতান্ত্রিক দল (বলশেভিক)
কেরলের বিপ্লবী সমাজতান্ত্রিক দল (বলশেভিক) ২০০১ সালে কেরালায় আরএসপি থেকে একটি স্প্লিন্টার গ্রুপ হিসাবে গঠিত হয়। গঠনের সময় দলের নেতা ছিলেন বেবি জন, পূর্বে কেরলের একজন গুরুত্বপূর্ণ আরএসপি নেতা।
কেরলের বিপ্লবী সমাজতান্ত্রিক দল (বলশেভিক) | |
---|---|
নেতা | A. V. Thamarakshan |
প্রতিষ্ঠাতা | Baby John,K.G George Kurudamannil |
প্রতিষ্ঠা | 2001 |
বিভক্তি | Revolutionary Socialist Party |
একীভূত হয়েছে | Janathipathiya Samrakshana Samithy |
পরবর্তী | Kerala Revolutionary Socialist Party (Baby John), Revolutionary Socialist Party of India (Marxist) |
সদর দপ্তর | Alappuzha (India) |
ছাত্র শাখা | AIPSU(B) |
যুব শাখা | RYF(B) |
শ্রমিক শাখা | UTUC(B) |
ভারতের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
আরএসপি(বি) কেরলের জোট ইউডিএফ-এ যোগ দিয়েছে যা আইএনসি- এর নেতৃত্বে রয়েছে। দলটি ২০০১ সালের নির্বাচনে রাজ্য বিধানসভায় ২টি আসন জিতেছিল, শিবু বেবি জন এবং বাবু দিবাকরণ। রাজ্য সরকারের শ্রমমন্ত্রী হলেন বাবু দিবাকরণ।
২০০৫ সালে আরএসপি(বি) ইউডিএফ ত্যাগ করে, একটি সিদ্ধান্তের জন্য প্রধানত দলের সাধারণ সম্পাদক এভি থামরক্ষনকে দায়ী করা হয়। বাবু দিবাকরণ বিচ্ছিন্ন হয়ে আরএসপি(এম) গঠন করেন। আরএসপি(এম) ইউডিএফ-এ যোগ দিয়েছে। [১] RSP(B) ২০০৯ সালে জেএসএস এর সাথে একীভূত হয়।[১]