কেভিন মিরায়াস
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(জানুয়ারি ২০২২) |
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ।(জানুয়ারি ২০২২) |
কেভিন আন্তোনিও জোয়েল গিসলাইন মিরায়াস ই কাস্তিয়ো (জন্ম: ৫ অক্টোবর ১৯৮৭), সাধারণভাবে কেভিন মিরায়াস (স্পেনীয় উচ্চারণ: [ˈkeβin miˈɾaʎas]), হলেন একজন বেলজীয় পেশাদার ফুটবলার, যিনি এভার্টন হতে অলিম্পিয়াকোস ধারে এবং বেলজিয়াম জাতীয় দলের হয়ে একজন উইঙ্গার হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম |
কেভিন আন্তোনিও জোয়েল গিসলাইন মিরায়াস ই কাস্তিয়ো[১] | ||
জন্ম | [২] | ৫ অক্টোবর ১৯৮৭||
জন্ম স্থান | লিয়েজ, বেলজিয়াম | ||
উচ্চতা | ১.৮২ মি (৬ ফু ০ ইঞ্চি)[৩] | ||
মাঠে অবস্থান | উইঙ্গার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল |
অলিম্পিয়াকোস (এভার্টনের হতে ধারে) | ||
জার্সি নম্বর | ১১ | ||
যুব পর্যায় | |||
১৯৯৯–২০০৪ | স্ট্যান্ডার্ড লিয়েজ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৪–২০০৮ | লিলি | ৭৬ | (১০) |
২০০৮–২০১০ | সেইন্ট-ইতিয়েন | ৫৩ | (৩) |
২০১০–২০১২ | অলিম্পিয়াকোস | ৫২ | (৩৪) |
২০১২– | এভার্টন | ১৫১ | (২৯) |
২০১৭– | → অলিম্পিয়াকোস (ধার) | ১১ | (২) |
জাতীয় দল‡ | |||
২০০৩ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ | ১০ | (৮) |
২০০৩–২০০৪ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ | ১৩ | (৭) |
২০০৫ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৮ | ৪ | (০) |
২০০৫–২০০৬ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ | ১৬ | (৪) |
২০০৬–২০০৭ | বেলজিয়াম অনূর্ধ্ব-২১ | ৫ | (২) |
২০০৭– | বেলজিয়াম | ৫৭ | (১০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৮ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
মিরায়াস লিগ ১-এর ক্লাব লিলির হয়ে ২০০৪ সালে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। অতঃপর ২০১০ সালে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের হয়ে খেলার পুর্বে তিনি সেইন্ট-ইতিয়েনের হয়ে খেলেন। তিনি অলিম্পিয়াকোসের হয়ে খেলার সময় সফলতার মুখ দেখেন, উক্ত ক্লাবের হয়ে তিনি ৫২ ম্যাচে ৩৪টি গোল করেছেন। তিনি অলিম্পিয়াকোসের হয়ে দ্বিতীয় মৌসুমে তিনি ২৫ ম্যাচে ২০টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান। তার অসাধারণ খেলা প্রিমিয়ার লিগের ক্লাব এভার্টনের নজর কাড়ে। এর ফলে ২০১২ সালে গ্রীষ্মে তিনি ৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে এভার্টনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন।
মিরায়াস ২০০৭ সালে বেলজিয়ামের জ্যেষ্ঠ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি এপর্যন্ত বেলজিয়ামের হয়ে ৫০-এর অধিক ম্যাচ খেলেছেন। তিনি বেলজিয়ামের বেশ কয়েকটি যুব পর্যায়ে বেলজিয়াবের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিক এবং ২০১৪ ফিফা বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় বেলজিয়ামের হয়ে খেলছেন।
সম্মাননা
সম্পাদনাক্লাব
সম্পাদনা- সুপারলিগ গ্রিস (২): ২০১০–১১, ২০১১–১২
- গ্রিক ফুটবল কাপ (১): ২০১১–১২
ব্যক্তিগত
সম্পাদনা- সুপারলিগ গ্রিস সর্বোচ্চ গোলদাতা (১): ২০১১–১২[৪]
- সুপারলিগ গ্রিস মৌসুমের সেরা খেলোয়াড় (১): ২০১১–১২[৫]
- প্রিমিয়ার লিগ মাসের সেরা গোল (১): মে ২০১৩[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Clubs submit retained and released lists"। Premier League। ৭ জুন ২০১৩। ১৩ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৩।
- ↑ ক খ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;Mirallas
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Everton Football Club Profile"। web page। Everton F.C.। ২০১৪। ২৫ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১২।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;greekts
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ rvh (৪ মে ২০১২)। "Kevin Mirallas is speler van het jaar in Griekenland"। Het Nieuwsblad (ওলন্দাজ ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৪।
- ↑ "Kevin Mirallas – player profile"। Premier Skills (British Council)। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৫।
বহিঃসংযোগ
সম্পাদনা- এভার্টনএফসি.কমে কেভিন মিরায়াস
- বেলজীয় এফএ-এ কেভিন মিরায়াস
- কেভিন মিরায়াস – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- কেভিন মিরায়াস – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- লেকিপ ফুটবলে কেভিন মিরায়াস (ফরাসি)
- সকারবেসে কেভিন মিরায়াস (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে কেভিন মিরায়াস (ইংরেজি)