কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদ

কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদ বা সেন্সরবোর্ড ভারতের কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা। যা সাধারণত ফিল্ম, ধারাবাহিক, বিজ্ঞাপন ইত্যাদি চলচ্চিত্রের প্রমাণিকরণ করে। উপরিউক্ত বিষয়গুলিকে তাদের প্রেক্ষাপটেরর উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণী প্রদান করে যেমন (A)। এটি পরিচালনা করে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদ
150px bgdn
গঠিত১৯৫২
ধরনসরকারি সংস্থা
উদ্দেশ্যচলচ্চিত্র প্রমাণিকরণ
সদরদপ্তরদিল্লি, ভারত
যে অঞ্চলে কাজ করে
 ভারত
অধ্যক্ষ
পাহলাজ নিহলানি
প্রধান প্রতিষ্ঠান
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
বাজেট
 ৭১ মিলিয়ন (ইউএস$ ৮,৬৭,৮৫৪.৩) (২০১৫)
ওয়েবসাইটcbfcindia.gov.in

শ্রেণী প্রদান প্রণালি

সম্পাদনা

কেন্দ্রীয় চলচ্চিত্র প্রমাণন পর্ষদ সাধারণত ৪ প্রকারের শ্রেণী বিভাগ করে যথাঃ-

  • U বা (অনির্ধারিত) : এই শ্রেণীর ছবি যেকেউ দেখতে পারে এর জন্যে কোনো রকম বাধ্যবাধকতা নেই।
  • A বা (বয়স্ক) : এই শ্রেণীর চলচ্চিত্র শুধুমাত্র বয়ঃপ্রপ্ত অর্থাৎ ১৮ বা তা চাইতে বেশি বয়স্ক পাত্র/পাত্রীই দেখতে পরবে।
  • U/A বা / : এই শ্রেণীরর ছবিতে মারপিটেরর দৃশ্য, যৌনতা ও অশ্লীলতাপূর্ণ আচরণের দৃশ্য থাকতে পারে; অর্থাৎ এধরনের চলচ্চিত্র অভিভাবকের অনুমতি বা তার উপস্থিতিতেই পাত্র/পাত্রী দেখতে পরবে।
  • S বা বি (বিশেষ) : এটি বিশেষ শ্রেণী। এই শ্রেণীটি সাধারণত খুব কম প্রদান করা হয়। এই শ্রেণীর চলচ্চিত্র বিশেষ দর্শকদের জন্যে বানানো হয় যেমন বৈজ্ঞানিক, ডাক্তার, ইঞ্জিনিয়ারদের জন্যে।

আজ পর্যন্ত নির্বাচিত অধ্যাক্ষদের তালিকা

সম্পাদনা
ক্রমিক সংখ্যা অধ্যাক্ষের নাম পাদগ্রহণ তারিখ কার্যকাল শেষ
সি.এস অগ্রবাল ১৫/০১/১৯৫১ ১৪/০৬/১৯৫৪
বি.ডি মিরচন্দনি ১৫/০৬/১৯৫৪ ০৯/০৬/১৯৫৫
এম.ডি ভট্ট ১০/০৬/১৯৫৫ ১৯/১১/১৯৫৯
ডি.এল কোঠারি ২২/১১/১৯৫৯ ২৪/০৩/১৯৬০
বি.ডি মিরচন্দনি ২৫/০৩/১৯৬০ ০১/১১/১৯৬০
ডি.এল কোঠারি ০২/১১/১৯৬০ ২২/০৪/১৯৬৫
বি.পি ভট্ট 23-04-1965 22-04-1968
আর.পি নায়ক 23-04-1968 15-11-1969
এম.ভি দেসাই ১২/১২/১৯৬৯ ১৯/১০/১৯৭০
১০ আর. শ্রীনিবাসন 20-10-1970 15-11-1971
১১ বিরেন্দ্র ব্যস ১১/০২/১৯৭২ ৩০/০৬/১৯৭৬
১২ কে.এল খন্দপুর 01-07-1976 31-01-1981
১৩ হৃষিকেশ মুখোপাধ্যায় ০১/০২/১৯৮১ ১০/০৮/১৯৮২
১৪ অপর্ণা মোহিলে ১১/০৮/১৯৮২ ১৪/০৩/১৯৮৩
১৫ শরদ উপাসনি ১৫/০৩/১৯৮৩ ০৯/০৫/১৯৮৩
১৬ সুরেশ মাথুর 10-05-1983 07-07-1983
১৭ বিক্রম জোশী ০৮/০৭/১৯৮৩ ১৯/০২/১৯৮৯
১৮ মোরেশ্বর 20-02-1989 25-04-1990
১৯ বি.পি সিংঘল 25-04-1990 01-04-1991
২০ শক্তি সামন্ত ০১/০৪/১৯৯১ ২৫/০৬/১৯৯৮
২১ আশা পরেখ ২৫/০৬/১৯৯৮ ২৫/০৯/২০০১
২২ বিজয় আনন্দ ২৬/০৯/২০০১ ১৯/০৭/২০০২
২৩ অরবিন্দ ত্রিবেদী ২০/০৭/২০০২ ১৬/১০/২০০৩
২৪ অনুপম খের ১৬/১০/২০০৩ ১৩/১০/২০০৪
২৫ শর্মিলা ঠাকুর[][] ১৩/১০/২০০৪ ৩১/০৪/২০১১
২৬ লীলা স্যমসোন ০১/০৪/২০১১ ১৯/০১/২০১৫
২৭ পাহলাজ নিহলানি[] ২১/০১/২০১৫ বর্তমান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; CBFC নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. Dhwan, Himanshi (২৯ মার্চ ২০১১)। "Danseuse Leela Samson is new Censor Board chief"Times of India। ১৬ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১২ 
  3. Ashreena, Tanya (১৬ জানু ২০১৫)। "Censor board chief Leela Samson quits over Dera Sacha Sauda leader's Bollywood dreams"। ২০ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৫