মধ্য ইউরোপীয় গ্রীষ্মকালীন সময়

মধ্য ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় (সিইএসটি) হল ইউরোপীয় দেশসমূহের গ্রীষ্মকালে পালনকৃত দিবালোক সংরক্ষণ সময়ের প্রমাণ ঘড়ির সময় যা কেন্দ্রীয় ইউরোপীয় সময় (ইউটিসি +০১:০০) পালনকারী দেশসমূহ বাকি বছর পালন করে থাকে। এটি ইউটিসি+০২:০০ এর সাথে সম্পর্কিত, যা কেন্দ্রীয় আফ্রিকার সময়, দক্ষিণ আফ্রিকার প্রমাণ সময় এবং রাশিয়ার কালিনিনগ্র্যাড সময়ের সমান।

ইউরোপের সময় অঞ্চল:
হালকা নীল পশ্চিম ইউরোপীয় সময় / গ্রীনিচ মান সময় (ইউটিসি)
নীল পশ্চিম ইউরোপীয় সময় / গ্রীনিচ মান সময় (ইউটিসি)
পশ্চিম ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় / ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় / আইরিশ প্রমাণ সময় (ইউটিসি+১)
গোলাপী কেন্দ্রীয় ইউরোপীয় সময় (ইউটিসি+১)
কেন্দ্রীয় ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় (ইউটিসি+২)
হলুদ পূর্ব ইউরোপীয় সময় / কালিনিনগ্রাদ সময় (ইউটিসি+২)
গাঢ় হলুদ পূর্ব ইউরোপীয় সময় (ইউটিসি+২)
পূর্ব ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় (ইউটিসি+৩)
হালকা সবুজ অধিকতর-পূর্ব ইউরোপীয় সময় / মিন্‌স্ক সময় / ইউটিসি+৩ / তুরস্ক সময় (ইউটিসি+৩)
হালকা রঙ নির্দেশ করে যেখানে প্রমাণ সময় সমস্ত বছর পালন করা হয়; গাঢ় রং নির্দেশ করে যেখানে একটি গ্রীষ্মকালীন সময় পালন করা হয়।

নামসমূহ

সম্পাদনা

মধ্য ইউরোপীয় গ্রীষ্মকালীন সময়ের অন্য নামসমূহ হল মধ্য ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় (এমইএসটি), মধ্য ইউরোপীয় দিবালোক সংরক্ষণ সময় (সিইডিটি), এবং ব্রাভো সময় (ন্যাটো ফনেটিক বর্ণমালার দ্বিতীয় অক্ষর)।

পালনকৃত সময়কাল

সম্পাদনা

১৯৯৬ সাল থেকে মার্চ মাসের শেষ রবিবারে থেকে অক্টোবরের শেষ রবিবারে ইউটিসি+১:০০ এর মধ্যে ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় পালন করা হয়; যা ১৯৯৬ সালের পূর্বে ইউরোপীয় ইউনিয়ন জুড়ে এই নিয়ম ছিল না।[]

ব্যবহার

সম্পাদনা

নিম্নলিখিত দেশসমূহ এবং অঞ্চলসমূহের কেন্দ্রীয় ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় ব্যবহার করে।

  পর্তুগাল ১৯৯৩–১৯৯৫ এবং   লিথুয়ানিয়াতে ১৯৯৮–১৯৯৯ সাল পর্যন্ত সিইডিটি ব্যবহার করা হয়েছিল।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Joseph Myers (২০০৯-০৭-১৭)। "History of legal time in Britain"। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৭