কেন্দুয়া পৌরসভা

নেত্রকোণা জেলার একটি পৌরসভা

কেন্দুয়া পৌরসভা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার অন্তর্গত একটি "খ শ্রেণির" পৌরসভা[][]

কেন্দুয়া পৌরসভা
দেশ বাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলানেত্রকোণা জেলা
সরকার
 • মেয়রআসাদুল হক ভূইঁয়া[]
আয়তন
 • মোট১৩.৩১ বর্গকিমি (৫.১৪ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৫,৩১০[]
সময় অঞ্চলবিএসটি +৬ (ইউটিসি+৬)

অবস্থান ও সীমানা

সম্পাদনা

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সদরে কান্দিউড়া ইউনিয়নের আংশিক এবং মাসকা ইউপি'র আংশিক এলাকা নিয়ে ১৯৯৮ সালে "গ শ্রেণি"-এর কেন্দুয়া পৌরসভা গঠিত হয়।[][]

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

কেন্দুয়া পৌরসভায় ০৯ (নয়) টি ওয়ার্ড নিয়ে কার্যক্রম হয়। বর্তমানে এ পৌরসভায় হোল্ডিং সংখ্যা ৪০৭০ টি।[]

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা

পৌরসভার মোট ভোটার সংখ্যা ১১,৬৯৬ জন তারমধ্যে পুরুষ ৫,৭২১ জন, মহিলা ৫,৯৭৪ জন।

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

পৌরসভায় শিক্ষার হারঃ- ৮৭%[]

পৌরসভায় ২টি ডিগ্রী কলেজ(১টি সরকারি),হাইস্কুল ৪ টি (১টি সরকারি), সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬টি,[] রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৪টি, কমিউনিটি বিদ্যালয়ের সংখ্যা ২৯টি, হাফেজিয়া মাদ্রাসার সংখ্যা ৪টি, এফতেদায়ী মাদ্রাসার সংখ্যা ১টি, দাখিল মাদ্রাসা ১টি, এতিমখানা ২টি।[]

কলেজঃ

কেন্দুয়া সরকারি কলেজ।

পারভীন সিরাজ মহিলা ডিগ্রি কলেজ।

উচ্চ বিদ্যালয়ঃ

জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়।

(আয়শা-সালাম ভূইঁয়া)এ.এস.বি একাডেমি।

সাবেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়।

সায়মা শাহজাহান একাডেমি।

হাফেজী মাদ্রাসাঃ

দিগদাইর-আরামবাগ রাশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা,দিগদাইর।

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • পৌর মেয়র- আসাদুল হক ভুঁইয়া
  • পৌর মেয়র(সাবেক)-মরহুম আব্দুল হক ভূঁইয়া
  • পৌর মেয়র(সাবেক)-আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল চেয়ারম্যান

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কেন্দুয়া পৌরসভা"। ২১ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১ 
  2. "কেন্দুয়া পৌরসভা"bdmayor.com। ৪ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০ 
  3. "এক নজরে পৌরসভা"kendua.netrokona.gov.bd। ৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০