কেনসুকে নাগাই

জাপানি ফুটবলার

কেনসুকে নাগাই (জাপানি: 永井 謙佑, ইংরেজি: Kensuke Nagai; জন্ম: ৫ মার্চ ১৯৮৯) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব টোকিও এবং জাপান জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

কেনসুকে নাগাই
২০১৫ সালে নাগোইয়া গ্রাম্পাসের হয়ে নাগাই
ব্যক্তিগত তথ্য
জন্ম (1989-03-05) ৫ মার্চ ১৯৮৯ (বয়স ৩৫)
জন্ম স্থান ফুকুইয়ামা, জাপান
উচ্চতা ১.৭৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
টোকিও
জার্সি নম্বর ১১
যুব পর্যায়
২০০৪–২০০৬ কিউশু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
২০০৬–২০০৯ ফুকুওকা বিশ্ববিদ্যালয়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯ আবিস্পা ফুকুওকা (০)
২০১০ ভিসেল কোবে (০)
২০১১–২০১২ নাগোইয়া গ্রাম্পাস ৫৭ (১৩)
২০১৩–২০১৪ স্ট্যান্ডার্ড লিয়েজ (০)
২০১৩–২০১৪নাগোইয়া গ্রাম্পাস (ধার) ৪২ (১২)
২০১৫–২০১৬ নাগোইয়া গ্রাম্পাস ৬২ (১৭)
২০১৭– টোকিও ১৭৬ (২১)
জাতীয় দল
২০০৭–২০০৮ জাপান অনূর্ধ্ব-১৮ (১)
২০০৮ জাপান অনূর্ধ্ব-১৯ (৪)
২০০৯–২০১১ জাপান অনূর্ধ্ব-২০ (১)
২০০৯–২০১২ জাপান অনূর্ধ্ব-২৩ ৩১ (১৩)
২০১০– জাপান ১২ (৩)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:৫১, ১৯ জুন ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৫১, ১৯ জুন ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০৭ সালে, নাগাই জাপান অনূর্ধ্ব-১৮ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত জাপানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১০ সালে জাপানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জাপানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১২ ম্যাচে ৩টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

কেনসুকে নাগাই ১৯৮৯ সালের ৫ই মার্চ তারিখে জাপানের ফুকুইয়ামায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

নাগাই জাপান অনূর্ধ্ব-১৮, জাপান অনূর্ধ্ব-১৯, জাপান অনূর্ধ্ব-২০ এবং জাপান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন। জাপানের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৬ বছরে ৪২ ম্যাচে অংশগ্রহণ করে ১৯টি গোল করেছেন।

২০১০ সালের ৬ই জানুয়ারি তারিখে, ২০ বছর, ১০ মাস ও ১ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী নাগাই ইয়েমেনের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১১ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জাপানের হয়ে অভিষেক করেছেন।[] উক্ত ম্যাচের ৮৫তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় কাজুমা ওয়াতানবের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[] ম্যাচে তিনি ৮৩ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি জাপান ৩–২ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] জাপানের হয়ে অভিষেকের বছরে নাগাই সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
১৯ জুন ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
জাপান ২০১০
২০১৫
২০১৯
সর্বমোট ১২

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "選手 & スタッフ– FC東京オフィシャルホームページ" [খেলোয়াড় ও কর্মকর্তা – ফুটবল ক্লাব টোকিও]। fctokyo.co (জাপানি ভাষায়)। চোফু, টোকিও, জাপান: টোকিও। ১ মে ২০২২। ১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২ 
  2. "FC Tokyo – J.LEAGUE" [ফুটবল ক্লাব টোকিও – জে. লিগ]। jleague.co (ইংরেজি ভাষায়)। জাপান: জে লিগ। ১ মে ২০২২। ১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২ 
  3. "Yemen vs. Japan - 6 January 2010"Soccerway। ৬ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২ মে ২০২২ 
  4. "Yemen - Japan 2:3 (Asian Cup Qual. 2011, Group A)"worldfootball.net। সংগ্রহের তারিখ ২ মে ২০২২ 
  5. "Yemen - Japan, Jan 6, 2010 - International Friendlies - Match sheet"Transfermarkt। ৬ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২ মে ২০২২ 
  6. Strack-Zimmermann, Benjamin (৬ জানুয়ারি ২০১০)। "Yemen vs. Japan"National Football Teams। সংগ্রহের তারিখ ২ মে ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা