কেথেরিণার সৈতে এটা নির্জন দুপরীয়া
কেথেরিণার সৈতে এটা নির্জন দুপরীয়া অসমীয়া সাহিত্যিক অনুরাধা শর্মা পূজারীর এক ছোটগল্প সংকলন। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০০৫ সালের ডিসেম্বরে। এতে অনিন্দিতার খণ্ডচিত্র, ফরেষ্ট বুঢ়ার বারী ইত্যাদি মোট এগারোটা গল্প সন্নিবিষ্ট হয়েছে। লেখিকার নিজের ভাষায়, "জীবনে যিদরে নিয়ম নামানে, চুটি গল্পইও নামানে। মোর জন্য এইটোবে ছিল চুটি গল্পর শ্রেষ্ঠ সংজ্ঞা। 'কেথেরিণার সৈতে এটা নির্জন দুপরীয়া', ঠিক এনেদরেই লেখা গল্পর সমষ্টি। নানা মুহূর্তত লেখা, অনুশাসন বিহীন লেখা, গল্প হ'বও পারে, নহ'বও পারে।"[১]
লেখক | অনুরাধা শর্মা পূজারী |
---|---|
প্রচ্ছদ শিল্পী | পদ্ম সিংহ |
দেশ | ভারত |
ভাষা | অসমীয়া |
ধরন | গল্প সংকলন |
প্রকাশক | বনলতা |
প্রকাশনার তারিখ | ডিসেম্বর ২০০৫ |
মিডিয়া ধরন | মুদ্রণ (পকাবন্ধা) |
পৃষ্ঠাসংখ্যা | ১২৭ |
আইএসবিএন | ৮১-৭৩৩৯-৪৬০-১ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ পাতনি পৃষ্ঠা, কেথেরিণার সৈতে এটা নির্জন দুপরীয়া