কেতকী কদম

ভারতীয় অভিনেত্রী

কেতকী বা কেতকী কদম[][] একজন ভারতীয় অভিনেত্রী। তিনি জি টিভি'র ধারাবাহিক কবুল হ্যায়-তে রিষভ সিনহা / ভিক্রান্ত মাসি / মোহিত সেহগলের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করে থাকেন।

কেতকী কদম
জন্ম (1992-07-02) ২ জুলাই ১৯৯২ (বয়স ৩২)
জাতীয়তাভারতীয়
পেশামডেল, অভিনেত্রী
কর্মজীবন২০১২  – বর্তমান

২০১৪ সালে কবুল হ্যায়-এর পরে তিনি স্টার প্লাসের পৌরাণিক কাহিনী মহাভারত-এ তরুণী রাধা চরিত্রে অভিনয় করেছিলেন। একই বছরে তিনি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের হাম হ্যায় না-তে কাজ শুরু করেছিলেন।[] এই অনুষ্ঠানে তিনি মুখ্য চরিত্র সত্যার ভূমিকায় অভিনয় করেছিলেন।

২০১৫ সালে তিনি ইন্দিরা সিং চরিত্রে জি টিভির ধারাবাহিক সরোজিনী-তে অভিনয় করেছিলেন। ২০১৭ সালে কদম স্টার প্লাসের অনুষ্ঠান ইস পেয়ার কো ক্যায়া নাম দু ৩-এ শিখা চরিত্রে এবং ২০১৮ সালে তিনি বৈদেহি চরিত্রে জিং টিভির পেয়ার পেহলি বার-এ অভিনয় করেছিলেন।

টেলিভিশন

সম্পাদনা
বছর নাম ভূমিকা চ্যানেল
২০১২ - ২০১৪ কবুল হ্যায় হুমায়রা জি টিভি
২০১৪ মহাভারত তরুণী রাধা স্টার প্লাস
২০১৪ হাম হ্যায় না সত্যা সনি টিভি
২০১৫ সরোজিনী - এক নেয়ি পেহাল ইন্দিরা জি টিভি
২০১৭ ইস পেয়ার কো ক্যায়া নাম দু ৩ শিখা স্টার প্লাস
২০১৮ পেয়ার তুনে ক্যায়া কিয়া বৈদেহি জিং টিভি
২০১৯ লাল ইশক জিয়া (পর্ব ৯০) অ্যান্ডটিভি
আরশি (পর্ব ১১৪)
মায়া (পর্ব ১৪২)
রেবতী (পর্ব ১৮৩)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Shetty, Akshata (১৭ মে ২০১৭)। "Iss Pyaar Ko Kya Naam Doon season 3: Barun Sobti and Shivani Tomar's telly show goes on floors"India.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯Ketki Kadam 
  2. Nathan, Leona (২০ সেপ্টেম্বর ২০১৭)। "Iss Pyaar Ko Kya Naam Doon 3 Bids Adieu, Rishton Ka Chakravyuh Takes Its Slot"India.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯Ketaki Kadam 
  3. "Qubool Hai fame Ketki Kadam in Banaras Ka Bunty - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা