কেজিবি (КГБ; রুশ: Комитет государственной безопасности) রুশ ভাষার সংক্ষিপ্ত রূপ। সংস্থাটি সাবেক সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত ছিল। ১৩ মার্চ, ১৯৫৪ থেকে ৬ নভেম্বর, ১৯৯১ সালে কেজিবি সোভিয়েত নিরাপত্তা সংস্থা, সোভিয়েত গোয়েন্দা সংস্থা কিংবা সোভিয়েত নিরাপত্তা পুলিশ সংস্থা হিসেবে সমগ্র বিশ্বে চিহ্নিত হয়ে আছে। সোভিয়েত নেতৃত্বের সাথে একমত না হলে কখনো কখনো কেজিবি'র নির্দেশনায় অত্যন্ত গুপ্তভাবে মানুষকে খুন করা হতো।

কমিটেট গোসুডরস্তভেনয় বেজোপাসনোস্তি
কেজিবি ইউএসএসআর
Комитет государственной безопасности
КГБ СССР
কেজিবি'র তরবারী ও বর্ম্মের প্রতীক চিত্র
সংস্থার রূপরেখা
গঠিত১ জানুয়ারি ১৯৫৪; ৭১ বছর আগে (1954-01-01)
বিলুপ্তি৬ নভেম্বর, ১৯৯১ (ডি ফেক্টো)
৩ ডিসেম্বর, ১৯৯১ (ডি জুরে)
স্থলাভিষিক্ত সংস্থা
যার এখতিয়ারভুক্তসোভিয়েত ইউনিয়নের মন্ত্রিসভা
সদর দপ্তরমস্কো, রাশিয়ান এসএফএসআর, সোভিয়েত ইউনিয়ন
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
  • (etc.)

সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাবার পর রুশ প্রজাতন্ত্র কেজিবি'র প্রধান উত্তরাধিকারী হিসেবে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা বা এফএসবি গঠিত হয়।

সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যুগে একমাত্র দেশ হিসেবে বেলারুশের জাতীয় নিরাপত্তা সংস্থা অদ্যাবধি কেজিবি নামে রয়েছে।

ইতিহাস

সম্পাদনা

বেলারুশে জন্মগ্রহণকারী ফেলিক্স জারঝিনস্কিকে কেজিবি'র জনক নামে অভিহিত করা হয়। জারঝিনস্কি চেকা নামে একটি দল গঠন করেছিলেন যা সোভিয়েত ইউনিয়নে কেজিবি'র প্রথমদিকের সংগঠন নামে পরিচিত।

মার্চ, ১৯৫৩সালে লাভেরেন্তি বেরিয়া দু'টি পৃথক সংস্থা এমভিডি এবং এমজিবিকে একীভূত করে এমভিডি'র নিয়ন্ত্রণে আনেন। ঐ বছরেরই ডিসেম্বর মাসে বেরিয়া এবং তাঁর সহযোগী ছয় জনকে গোয়েন্দাবৃত্তির অভিযোগে বিচারের আওতায় নিয়ে এনে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।[] এর মাধ্যমেই এমভিডি'র পুনরায় বিভাজন ঘটানো হয়। পুণর্গঠিত এমভিডি পুনরায় এর পুলিশী এবং আইনের বলবৎকরণের শক্তি ফিরে পায়। নতুন সংস্থা হিসেবে কেজিবি অভ্যন্তরীণ এবং বহিঃস্থ নিরাপত্তামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে থাকে। মন্ত্রিপরিষদের সভায় তাদের প্রাত্যহিক কর্মকাণ্ডের প্রতিবেদন দাখিল ও জবাবদিহিতা করতে থাকে।

ভূমিকা

সম্পাদনা

রাষ্ট্রীয় নিরাপত্তা পুলিশ হিসেবে কেজিবি ও এর সহায়ক অঙ্গ সংগঠনগুলো সোভিয়েত ইউনিয়নের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জোসেফ স্টালিনের রাষ্ট্রের জঞ্জাল পরিস্করণে সহায়ক শক্তিরূপে সংস্থাটি ব্যবহৃত হয়েছিল[]। স্টালিনের মৃত্যু পরবর্তীকালে রাষ্ট্রীয় নিরাপত্তা পুলিশকে কঠোরভাবে আইন প্রণয়নপূর্বক কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা হয়। কেজিবি'র সভাপতি হিসেবে ইউরি আন্দ্রোপভের নিয়ন্ত্রাধীনে ১৯৬৭–১৯৮২ সালে এটি সোভিয়েত বিচ্ছিন্নতাবাদীভিন্নমতাবলম্বীদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ ও প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। এর সুবিশাল ও বিস্তৃত নেটওয়ার্কে অগণিত গুপ্তচর সংশ্লিষ্ট ছিল যা দলকেন্দ্রিক সোভিয়েত নেতৃত্বে বিরাটভাবে প্রভাব বিস্তার করেছিল[]। সংস্থাটি ১৯৭০-এর দশকের শেষার্ধ থেকে ১৯৮০-এর শুরুরদিকে কমিউনিস্ট পার্টির উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে দুর্নীতি বিরোধী প্রচারণায় লক্ষ্যবস্তুতে পরিণত করে[]

সভাপতিদের তালিকা

সম্পাদনা
সংগঠনের নাম সভাপতি মেয়াদকাল
চেকা-জিপিইউ-ওজিপিইউ ফেলিক্স এডমন্ডোভিচ জারঝিনস্কি ১৯১৭-২৬
ওজিপিইউ ভিয়াচেস্লাভ রুডুল্ফোভিচ মেনঝিনস্কি ১৯২৬-৩৪
এনকেডিভি জেনরিখ গ্রিগোরেভিচ ইয়াগোদা ১৯৩৪-৩৬
নিকোলাই ইভানোভিচ ইয়েঝোভ ১৯৩৬-৩৮
লাভ্রেন্তি পাললোভিচ বেরিয়া ১৯৩৮-৪১
এনকেজিবি সেভোলোড নিকোলেভিচ মার্কোলভ ১৯৪১ (ফেব্রুয়ারি-জুলাই)
এনকেভিডি লাভ্রেন্তি পাললোভিচ বেরিয়া ১৯৪১-৪৩
এনকেজিবি-এমজিবি সেভোলোড নিকোলেভিচ মার্কোলভ ১৯৪৩-৪৬
এমজিবি ভিক্টর সিমোনোভিচ আবাকুমভ ১৯৪৬-৫১
সিমোন ডেনিসোভিচ ইগনাতিয়েভ ১৯৫১-৫৩
লাভ্রেন্তি পাললোভিচ বেরিয়া ১৯৫৩ (মার্চ-জুন)
সার্গেই নিকিফরোভিচ ক্রুগলভ ১৯৫৩-৫৪
কেজিবি ইভান আলেকসান্দ্রোভিচ সারোভ ১৯৫৪-৫৮
আলেকসান্দর নিকোলেভিচ শিলেপিন ১৯৫৮-৬১
ভ্লাদিমির ইয়েফিমোভিচ সেমিচাস্তনি ১৯৬১-৬৭
ইউরি ভ্লাদিমিরোভিচ আন্দ্রোপভ ১৯৬৭-৭৯
হায়দার আলিয়েভ ১৯৭৯-৮২
ভিতালি ভাসিলিভিচ ফেদোরচুক ১৯৮২ (মে-ডিসেম্বর)
ভিক্টর মিখাইলোভিচ চেব্রিকভ ১৯৮২-৮৮
ভ্লাদিমির আলেকসান্দ্রোভিচ ক্রিওচকভ ১৯৮৮-৯১
ভাদিম ভিক্টোরোভিচ বাকাতিন ১৯৯১ (আগস্ট-নভেম্বর)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. This fits an account (from Khrushchev's perspective) related in Andrew, Christopher (১৯৯০)। "11"। KGB: The Inside Story (1st edition সংস্করণ)। New York, NY, USA: HarperCollins Publishers। পৃষ্ঠা 423–424। আইএসবিএন 0-06-016605-3  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  2. P. Hoffmann, Erik; Laird, Robin Frederick (১৯৮৪)। The Soviet Polity in the Modern EraTransaction Publishers। পৃষ্ঠা 313–315। আইএসবিএন 0-202-24165-3 
  3. P. Hoffmann, Erik; Laird, Robin Frederick (১৯৮৪)। The Soviet Polity in the Modern EraTransaction Publishers। পৃষ্ঠা 315–319। আইএসবিএন 0-202-24165-3 
  4. "The Soviet Polity in the Modern Era"। Great Russian Encyclopedia। Bol'shaya Rossiyskaya Enciklopediya Publisher। 1: 742। ২০০৫। 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:Departments of the USSR টেমপ্লেট:Secret police of Communist Europe