কেইম্যান দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটি

কেইম্যান দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটি (ইংরেজি: Cayman Islands Olympic Committee; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড সিএওয়াই দ্বারা পরিচিত) হলো কেইম্যান দ্বীপপুঞ্জের জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার ৩ বছর পর ১৯৭৬ সালে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[] এই সংস্থার সদর দপ্তর কেইম্যান দ্বীপপুঞ্জের গ্র্যান্ড কেইম্যানে অবস্থিত।

কেইম্যান দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটি
দেশ/অঞ্চল কেইম্যান দ্বীপপুঞ্জ
কোডCAY
প্রতিষ্ঠিত১৯৭৩; ৫২ বছর আগে (1973)
স্বীকৃত১৯৭৬
মহাদেশীয়
সংস্থা
পিএএসও
সদর দপ্তরগ্র্যান্ড কেইম্যান, কেইম্যান দ্বীপপুঞ্জ
সভাপতিলরেট পাওয়েল
মহাসচিবকারসন কিম্বাল ইব্যাংকস
ওয়েবসাইটwww.caymanolympic.org.ky

বর্তমানে কেইম্যান দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন লরেট পাওয়েল, যিনি ২০২০ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন কারসন কিম্বাল ইব্যাংকস[]

ইতিহাস

সম্পাদনা

১৯৭৩ সালে কেইম্যান দ্বীপপুঞ্জের বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে কেইম্যান দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। ডগলাস কাল্ডার এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯৭৩ হতে ১৯৮৯ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[]

প্রতিষ্ঠার প্রায় তিন বছর পর কেইম্যান দ্বীপপুঞ্জ ১৯৭৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ২০১০ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Olympedia – Cayman Islands [অলিম্পিডিয়া – কেইম্যান দ্বীপপুঞ্জ]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ 
  2. Cayman Islands [কেইম্যান দ্বীপপুঞ্জ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ 
  3. Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:প্যানাম স্পোর্টস