কৃষ্ণা পুষ্করালু
কৃষ্ণা পুষ্করালু হল কৃষ্ণা নদীর একটি উৎসব যা সাধারণত প্রতি ১২ বছরে একবার করে অত্যন্ত গৌরবের সাথে পালিত হয়। কন্যা রাশিতে বৃহস্পতির প্রবেশের সময় থেকে ১২ দিনের জন্য পুষ্করম পালন করা হয়। উৎসবটি "তাত্ত্বিকভাবে" বারো মাস ধরে পালন করা হয় যতক্ষণ গ্রহটি সেই রাশিতে থাকে। তবে ভারতীয়দের বিশ্বাস অনুসারে প্রথম ১২ দিনকে সবচেয়ে পবিত্র মনে করা হয়। [১] দক্ষিণ রাজ্য অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তেলেঙ্গানায় পুষ্করম একটি প্রাচীন ঐতিহ্য। ২০১৬ সালে উৎসবটি ১২ আগস্ট শুরু থেকে ২৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
কৃষ্ণা পুষ্করম্ | |
---|---|
অবস্থা | সক্রিয় |
ধরন | হিন্দু উৎসব |
আরম্ভ | ১২ আগস্ট ২০১৬ |
সমাপ্তি | ২৩ আগস্ট ২০১৬ |
পুনরাবৃত্তি | প্রতি ১২ বছর পর (১২ দিন ব্যাপী) |
ঘটনাস্থল | |
অবস্থান (সমূহ) | কৃষ্ণা নদী |
দেশ | ভারত |
পূর্ববর্তী ঘটনা | ২০১৫ |
পরবর্তী ঘটনা | ২০২৭ |
ক্ষেত্র | দক্ষিণ ভারত |
কার্যকলাপ | পবিত্র নদীতে অবগাহন, নদীতীরস্থ মন্দিরে প্রার্থনা ইত্যাদি |
বিজয়ওয়াড়ার ঘাটসমূহ: পদ্মাবতী ঘাট, কৃষ্ণাবেণী ঘাট, দুর্গা ঘাট, সীতানগরম্ ঘাট, পুন্নমি ঘাট, ভবানী ঘাট, পবিত্র সঙ্গম (ফেরি) ঘাট
অমরাবতীর ঘাট: শিবালয়ম্ ঘাট, ধ্যান বুদ্ধ ঘাট, ধরণীকোট ঘাট
কুরনুল জেলার ঘাট: পাতাল গঙ্গা ঘাট (শ্রীশৈলম্), সঙ্গমেশ্বরম্ নদীর ঘাট
গাদওয়ালের ঘাট: মাহবুব নগর জুরালা, বিচুপল্লী।
কর্ণাটকের ঘাট: চিকোদি (বাগলকোট), রায়চুর (কৃষ্ণ তালুক)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "All about Krishna Pushkaralu 2016"। ১৪ আগস্ট ২০১৬। ৩ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৬।