কৃষাণ কুমার দুয়া হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক। তিনি বেওয়াফা সনম (১৯৯৫) চলচ্চিত্র এবং ভারতের সবচেয়ে বড় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের সত্ত্বাধিকারী হিসাবে সবচেয়ে বেশি পরিচিত।

কৃষাণ কুমার
কৃষাণ কুমার (বামে) সঙ্গে তার ভাতিজা ভূষণ কুমার
জন্ম
কৃষাণ কুমার দুয়া
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা, চলচ্চিত্র প্রযোজক
কর্মজীবন১৯৮২–বর্তমান
পরিচিতির কারণবেওয়াফা সানাম (১৯৯৫), টি-সিরিজ
দাম্পত্য সঙ্গীতানিয়া দুয়া (অভিনেত্রী)
সন্তান
আত্মীয়গুলশান কুমার (ভাই)
ভূষণ কুমার (ভাতিজা)

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

তিনি কৃষাণ কুমার দুয়া হিসাবে জন্মগ্রহণ করেন, তিনি সুপার ক্যাসেটস ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমারের ছোট ভাই।[] কৃষাণের তিশা কুমার নামে একটি মেয়ে সন্তান রয়েছে।[]

চলচ্চিত্র

সম্পাদনা

অভিনেতা হিসাবে

সম্পাদনা
বছর চলচ্চিত্র ভূমিকা
১৯৯৩ আজা মেরি জান চাঁদ কাপুর
১৯৯৩ কসম তেরি কসম রবি
১৯৯৩ শবনম
১৯৯৫ বেওয়াফা সনম সুন্দর শেহগাল
১৯৯৮ পাগল কাহি কা অ্যালবাম
২০০০ পাপা দ্য গ্রেট জয় প্রকাশ

প্রযোজক হিসাবে

সম্পাদনা
বছর চলচ্চিত্র টীকা
২০০৫ লাকী: নো টাইম ফর লাভ
২০০৬ হামকো দিওয়ানা কা গায়্যি
২০০৭ ডার্লিং
২০১১ লিংক রোড
রেডি সহ-প্রযোজকগণ রজত রাওয়ালি
ভূষণ কুমার
নিতিন মনমোহন
সোহেল খান
২০১৩ নোটাঙ্কি সালা!
২০১৬ এয়ারলিফট
২০১৮ সোনু কে টিটু কি সুইটি
২০১৯ দে দে প্যায়ার দে
মারজাওয়া
তানহাজী সহ-প্রযোজকগণ অজয় দেবগন
ভূষণ কুমার
থাপ্পড় সহ-প্রযোজকগণ অজয় দেবগন
ভূষণ কুমার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Birthday Special: Remembering The legendary Music Mogul - Gulshan Kumar"News Track (English ভাষায়)। ৫ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  2. "PICS: Akshay Kumar & Daughter Nitara Watch Satellite Shankar"News18। ৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা