কুষ্টিয়া স্টেডিয়াম
বাংলাদেশের একটি স্টেডিয়াম
কুষ্টিয়া স্টেডিয়াম বা শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ার ঝিনাইদহ মহাসড়কের পাশে অবস্থিত একটি স্টেডিয়াম। ১৯৭৯ সালে তৎকালীন জেলা প্রশাসক আব্দুল মান্নান ভূইয়া স্টেডিয়ামের অবকাঠামো উদ্বোধন করেন।[২] এটি বাংলাদেশের জেলা পর্যায়ের একটি স্টেডিয়াম। ২০২০ সালে স্টেডিয়ামটি শেখ কামালের নামে শেখ কামাল স্টেডিয়াম নামকরণ করা হয়।[৩][৪] ২০২৪ সালের নভেম্বরে মাসে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে আবরার ফাহাদ-এর নামে শহীদ আফরার ফাহাদ স্টেডিয়াম নামকরণ করা হয়।[৫] মূলত ক্রিকেট স্টেডিয়াম হলেও অন্যান্য খেলা যেমন ফুটবল ব্যাডমিন্টন সাঁতার ইত্যাদি এখানে প্রশিক্ষণ ও প্রতিযোগিতা হয়ে থাকে।
অবস্থান | কুষ্টিয়া, বাংলাদেশ |
---|---|
মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ[১] |
পরিচালক | জাতীয় ক্রীড়া পরিষদ[১] |
উপরিভাগ | ঘাস |
নির্মাণ | |
নির্মিত | ১৯৭৯[২] |
ভাড়াটে | |
কুষ্টিয়া ক্রিকেট দল কুষ্টিয়া ফুটবল দল |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "All Others"। National Sports Council, Bangladesh। ২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ ক খ "জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন – কুষ্টিয়া জেলা। ২০২৪-০৮-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২০।
- ↑ "'৪৪ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল স্টেডিয়াম আধুনিকীকরণ করা হবে'"। কুষ্টিয়ার বার্তা। ২০২০-০৮-১২। ২০২২-০১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২।
- ↑ "'কুষ্টিয়া স্টেডিয়াম' এখন থেকে 'শেখ কামাল স্টেডিয়াম'"। রাইজিংবিডি.কম (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-০৫। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২।
- ↑ "শহীদদের নামে দেশের তিন স্টেডিয়ামের নতুন নামকরণ"। ঢাকা পোস্ট। ২০২৪-১১-১৪। সংগ্রহের তারিখ ২০২৪-১১-১৪।