কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি
বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি সমিতি
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে একটি। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় ০৫টি জোনাল অফিস, ০৩টি সাব-জোনাল অফিস, ০৪টি এরিয়া অফিস এবং ১৯টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধিত হয় ১০ অক্টোবর, ১৯৮৩ সালে এবং বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ১৬ অক্টোবর, ১৯৮৫ সালে।[২][৩]
কুষ্টিয়া পবিস | |
নীতিবাক্য | গ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন |
---|---|
গঠিত | ১০ অক্টোবর ১৯৮৩ |
ধরন | সরকারি |
পেশাগত উপাধি | পল্লী বিদ্যুৎ সমিতি |
সদরদপ্তর | বারখাদা, কুষ্টিয়া |
অবস্থান | |
যে অঞ্চলে | কুষ্টিয়া |
পরিষেবা | বিদ্যুৎ |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
জেনারেল ম্যানেজার | এস. এম. নাসির উদ্দীন[১] |
সম্পৃক্ত সংগঠন | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
ওয়েবসাইট | pbs |
ইতিহাস
সম্পাদনাকুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির যাত্রা শুরু হয় ১৯৮৩ সালে। এ সমিতির অধীনে ০৬টি থানা, ৭২টি ইউনিয়ন ও ৯৬৩টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর কুষ্টিয়ার বারখাদায় অবস্থিত।
জোনাল অফিসসমূহ
সম্পাদনাএ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:
- দৌলতপুর জোনাল অফিস[৪]
- মিরপুর জোনাল অফিস[৫]
- ভেড়ামারা জোনাল অফিস[৬]
- কুমারখালী জোনাল অফিস[৭]
- স্বস্তিপুর জোনাল অফিস [৮]
সাব-জোনাল অফিসসমূহ
সম্পাদনা- খোকসা সাব-জোনাল অফিস[৯]
- পোড়াদহ সাব-জোনাল অফিস
- প্রাগপুর সাব-জোনাল অফিস
এরিয়া অফিসসমূহ
সম্পাদনা- গোপগ্রাম এরিয়া অফিস
- হরিনারায়ণপুর এরিয়া অফিস
- কুচিয়ামোড়া এরিয়া অফিস
- পান্টি এরিয়া অফিস
গ্রাহক সংখ্যা
সম্পাদনাকুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় পাঁচ লক্ষ আবাসিক গ্রাহক রয়েছে।
অন্যান্য তথ্য
সম্পাদনা- মোট আয়তন: ১৬৭৭ বর্গকিলোমিটার
- সিষ্টেম লস: ৯.১০% (মে, ২০২২ পর্যন্ত)
- উপকেন্দ্র: ১৭টি
- মোট নির্মিত লাইন: ৯৭২৬.৩২ কিলোমিটার
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, বারখাদা, কুষ্টিয়া"। pbs.kushtia.gov.bd। ২০২২-০৭-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬।
- ↑ "কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি" (পিডিএফ)। pbs.kushtia.gov.bd। ২০২২-০৭-১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬।
- ↑ "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড"। reb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭।
- ↑ "দৌলতপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.daulatpur.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬।
- ↑ "মিরপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.mirpur.kushtia.gov.bd। ২০২২-০৭-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬।
- ↑ "ভেড়ামারা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.bheramara.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬।
- ↑ "কুমারখালী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.kumarkhali.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬।
- ↑ "স্বস্তিপুর পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.kushtiasadar.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬।
- ↑ "খোকসা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি সাব-জোনাল অফিস"। pbs.khoksa.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬।