কুষ্টিয়া ইসলামিয়া কলেজ
কুষ্টিয়ার কলেজ
কুষ্টিয়া ইসলামিয়া কলেজ কুষ্টিয়া জেলার সদর উপজেলার একটি কলেজ। কুষ্টিয়া শহরের এনএস রোডের পাশে প্রায় ২ একর জমির উপর কলেজটি অবস্থিত। এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। ১৯৬৮ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়।
ধরন | এমপিওভুক্ত কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৬৮ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
শিক্ষার্থী | ৮০০ |
ঠিকানা | , , ২৩°৫৪′২৮″ উত্তর ৮৯°০৭′৪৭″ পূর্ব / ২৩.৯০৭৭৬৩৮° উত্তর ৮৯.১২৯৭৮৮৮° পূর্ব |
শিক্ষাঙ্গন | ২ একর (৮,১০০ বর্গমিটার) |
ওয়েবসাইট | kic |
ইতিহাস
সম্পাদনাকুষ্টিয়া ইসলামিয়া কলেজ শিক্ষার উন্নয়ের চিন্তা থেকে স্থানীয় শিক্ষনুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিগনের মহতী উদ্যাগে ১৯৬৮ সালে প্রতিষ্ঠা লাভ করে।[১]
বিষয়সমূহ
সম্পাদনাকুষ্টিয়া ইসলামিয়া কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে যশোর বোর্ডের অধীনে ৩টি বিভাগ রয়েছে।[২] জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ০৪ ধরনের ব্যাচেলর ডিগ্রি (পাস) কোর্স, ব্যাচেলর ডিগ্রি অনার্স কোর্সে ১২টি বিষয় ও মাস্টার্স ফাইনাল কোর্সে ৫টি বিষয় রয়েছে।[৩]
ডিগ্রি | নং | বিভাগ |
---|---|---|
উচ্চ মাধ্যমিক | ০১ | বিজ্ঞান |
০২ | মানবিক | |
০৩ | ব্যবসায় শিক্ষা | |
ব্যাচেলর (পাস) | ০১ | বি.এ |
০২ | বি.এস.এস | |
০৩ | বি.এস.সি | |
০৪ | বি.বি.এস | |
ব্যাচেলর (অনার্স) | ০১ | বাংলা |
০২ | ইতিহাস | |
০৩ | ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | |
০৪ | দর্শন | |
০৫ | রাষ্ট্রবিজ্ঞান | |
০৬ | সমাজবিজ্ঞান | |
০৭ | অর্থনীতি | |
০৮ | মার্কেটিং | |
০৯ | ফিন্যান্স ও ব্যাংকিং | |
১১ | হিসাববিজ্ঞান | |
১১ | ব্যবস্থাপনা | |
১২ | ভূগোল ও পরিবেশ | |
মাস্টার্স ফাইনাল | ০১ | বাংলা |
০২ | দর্শন | |
০৩ | রাষ্ট্রবিজ্ঞান | |
০৪ | সমাজবিজ্ঞান | |
০৫ | অর্থনীতি |
ক্যাম্পাস
সম্পাদনামনোরম পরিবেশে ছাত্র-ছাত্রীদের কোলাহলে প্রায় ২ একর বিশিষ্ট ক্যাম্পাসটিকে করে তুলেছে সজীব ও প্রাণবন্ত। কলেজে রয়েছে চারটি ভবন।
চিত্রশালা
সম্পাদনা-
অধ্যক্ষের কার্যালয় যা পূর্বে কুষ্টিয়া জজ কোর্টের একটি অংশ ছিল
-
কলেজের অভ্যন্তরীণ দৃশ্য ও উঁচু ভবনটি হলো কুষ্টিয়া জেলার পরিষদ সুপার মার্কেট
-
রবীন্দ্র কলা ভবন ও ডানে কলেজের গ্যারেজ
-
১নং গেইট
-
ইসলামিয়া কলেজ মার্কেট
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কুষ্টিয়া ইসলামিয়া কলেজ"। কুষ্টিয়া ইসলামিয়া কলেজ। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৫।
- ↑ "কুষ্টিয়া ইসলামিয়া কলেজ, ইআইআইএন - ১১৭৮০৯"। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ২০২৪-১০-০৩।
- ↑ "কুষ্টিয়া ইসলামিয়া কলেজ - ১০০৪"। জাতীয় বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ২০২৪-১০-০৩।