কুলদানন্দ ব্রহ্মচারী
কুলদানন্দ ব্রহ্মচারী একজন বাঙালি সাধক। ১২৭৪ বঙ্গাব্দের (১৮৬৮ খ্রীষ্টাব্দ) ২৫শে কার্ত্তিক, রবিবার বৈকুণ্ঠ চতুর্দ্দশীর রাতের ঢাকা জেলার পশ্চিমপাড়ার ইছাপুর গ্রামে তার জন্ম হয়। তার পিতা কমলাকান্ত বন্দ্যোপাধ্যায়, মাতা হরসুন্দরী দেবী। পিতা কমলাকান্ত বন্দ্যোপাধ্যায় একজন তান্ত্রিক সাধক ছিলেন।[১][২]
কুলদানন্দ ছাত্রজীবনে আনুষ্ঠানিক ব্রাহ্ম ছিলেন। পরবর্তী জীবনে তিনি প্রসিদ্ধ সাধক বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্যত্ব গ্রহণ করেন।[২]
তার রচিত গ্রন্থের মধ্যে শ্রীশ্রীসদ্গুরুসঙ্গ প্রধান।[২]
১৩৩৭ বঙ্গাব্দের আষাঢ় মাসে কুলদানন্দের মৃত্যু হয়।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "যোগেশকৃষ্ণ যোগাশ্রম ট্রাস্ট"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ জীবনী কোষ - শ্রীশশিভূষণ বিদ্যালঙ্কার - দ্বিতীয় খণ্ড ১৩৪৫ বঙ্গাব্দ।