কুমিল্লা-৭

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

কুমিল্লা-৭ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কুমিল্লা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৫৫নং আসন।

কুমিল্লা-৭
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাকুমিল্লা জেলা
বিভাগচট্টগ্রাম বিভাগ
মোট ভোটার
  • ৩,০৩,২৯৪ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ১,৫৫,৩৮৯
  • নারী ভোটার: ১,৪৭,৯০৩
  • হিজড়া ভোটার: ২
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

সীমানা

সম্পাদনা

কুমিল্লা-৭ আসনটি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৭৩ এ. ডব্লিউ. এম. আব্দুল হক বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ মর্তুজা হোসেন মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
সীমানা পরিবর্তন
১৯৮৬ ডা. রেদোয়ান আহমেদ জাতীয় পার্টি[]
১৯৮৮ ডা.রেদোয়ান আহমেদ জাতীয় পার্টি[]
১৯৯১ ডা. রেদোয়ান আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ এ কে এম আবু তাহের বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ আব্দুল হাকিম বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ ডা.রেদোয়ান আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ আলী আশরাফ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ আলী আশরাফ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ আলী আশরাফ বাংলাদেশ আওয়ামী লীগ
সেপ্টে: ২০২১, উপ-নির্বাচন প্রাণ গোপাল দত্ত বাংলাদেশ আওয়ামীলীগ
২০২৪ প্রাণ গোপাল দত্ত বাংলাদেশ আওয়ামীলীগ

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আলী আশরাফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: কুমিল্লা-৭[][]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আলী আশরাফ ৭৯,৪৪০ ৪৬.৯
বিএনপি খোরশেদ আলম ৭৩,৯৩৩ ৪৩.৭
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) রেদওয়ান আহমেদ ১৪,২৭৬ ৮.৪
ইসলামী আন্দোলন আবুল কালাম ৭৬২ ০.৫
খেলাফত মজলিস ওয়ালি উল্লাহ ৫০৪ ০.৩
জাসদ (রব) মহিউদ্দিন মিয়া ১৯১ ০.১
স্বতন্ত্র মেহনাজ রশিদ খন্দকার ১৫৯ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৫,৫০৭ ৩.৩
ভোটার উপস্থিতি ১,৬৯,২৬৫ ৮৬.০
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে

২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর এ কে এম আবু তাহের মৃত্যুবরণ করেন। ডিসেম্বরের উপ-নির্বাচনে তার ছেলে জাকারিয়া তাহের সুমন নির্বাচিত হন।[১০]

সাধারণ নির্বাচন ২০০১: কুমিল্লা-৭[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি এ কে এম আবু তাহের ৮৯,৬২৩ ৫৮.৬ +২১.৬
আওয়ামী লীগ আব্দুল হাকিম ৫৮,৮৯৮ ৩৮.৫ -১.৮
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট নুরুল ইসলাম মিলন ৩,৯৬৪ ২.৬ প্র/না
স্বতন্ত্র আবুল হাশেম ২৮৮ ০.২ প্র/না
স্বতন্ত্র মহসিন কবির ভুইয়া ৮৫ ০.১ প্র/না
স্বতন্ত্র ফরহাদ হোসেন ৬২ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩০,৭২৫ ২০.১ +১৬.৮
ভোটার উপস্থিতি ১,৫২,৯২০ ৭৪.৪ +১.৮
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: কুমিল্লা-৭[১১]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আব্দুল হাকিম ৪৪,৮৫৫ ৪০.৩ +৩.০
বিএনপি এ কে এম আবু তাহের ৪১,২২৪ ৩৭.০ -১.৪
জাতীয় পার্টি নুরুল ইসলাম মিলন ২০,৭৫১ ১৮.৬ -২.৮
জামায়াতে ইসলামী দেলোয়ার হোসেন ২,৭৯৭ ২.৫ প্র/না
ইসলামী ফ্রন্ট এম এ লতিফ ৬২৮ ০.৬ +০.৪
জাকের পার্টি আলী আজগর ৪১১ ০.৪ +০.৩
ইসলামী ঐক্য জোট ইয়াকুব শরাফতী ৩৬৫ ০.৩ প্র/না
স্বতন্ত্র আরিফুর রহমান মজুমদার ১৪৪ ০.১ প্র/না
Bangladesh Muslim League (Jamir Ali) খন্দকার জিল্লুর রহমান ১২৪ ০.১ প্র/না
গণফোরাম আবু তাহের ৯২ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩,৬৩১ ৩.৩ +২.২
ভোটার উপস্থিতি ১,১১,৩৯১ ৭২.৬ +১৯.৮
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: কুমিল্লা-৭[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি এ কে এম আবু তাহের ৩৬,০৬৮ ৩৮.৪
আওয়ামী লীগ আব্দুল হাকিম ৩৫,০৫৯ ৩৭.৩
জাতীয় পার্টি নুরুল ইসলাম ২০,০৫৩ ২১.৪
ওয়ার্কার্স পার্টি নাজিম আলী ৫৮৭ ০.৬
ন্যাপ (মুজাফফর) আব্দুল গাফ্ফার ৫৪৫ ০.৬
জাসদ (রব) সহিদ উল্লাহ ৪৪৭ ০.৫
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) কাজী নাজমুল সায়েদাত ৪২২ ০.৪
স্বতন্ত্র কাশেম শাফি উল্লাহ ৪১২ ০.৪
ইসলামী ফ্রন্ট খোরশেদ আলম ২০৮ ০.২
জাকের পার্টি আবু তাহের ৯৮ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ১,০০৯ ১.১
ভোটার উপস্থিতি ৯৩,৮৯৯ ৫২.৮
থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কুমিল্লা-৭ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা