কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়
কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার একটি প্রাচীন উচ্চ বিদ্যালয়।[১] স্কুলটি ১৯৩৮ সালে নিবারন চন্দ্র দাশ ও জহুরুল ইসলাম চৌধুরী কর্তৃক সীতাকুণ্ডের বড় কুমিরাতে প্রতিষ্ঠা করা হয়। এই স্কুলটি অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রেখেছে।[২]
কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | মাধ্যমিক বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১ জানুয়ারি ১৯৩৮ |
প্রতিষ্ঠাতা |
|
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম |
অনুষদ | ২০ |
লিঙ্গ | ছেলে-মেয়ে |
শিক্ষার্থী সংখ্যা | প্রায় ১১৭৬ |
ভাষা | বাংলা, ইংরেজি |
ক্যাম্পাসের ধরন | গ্রাম্য |
ইতিহাস
সম্পাদনা১৯৩০ এর দশকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা জমিদার নিবারন চন্দ্র দাশ সীতাকুণ্ডের বড় কুমিরাতে একটি স্কুল প্রতিষ্ঠার চিন্তা করতে থাকেন। এর পরিপ্রেক্ষিতে তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য এক খণ্ড জমি দান করেন। এরপরে ১৯৩৮ সালে জহুরুল ইসলাম চৌধুরীর আর্থিক সহযোগিতার মাধ্যমে ও গ্রামবাসীর সাহায্যে এই জমিতে একটি ভবন নির্মাণ করে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হয়।
বিদ্যালয়টি প্রথমে পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে শংকর দীঘির নিকটে মাটির ঘরে এই বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেন। পরবর্তী সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে বড় কুমিরার স্থানে স্থানান্তর করা হয়।
সুযোগ-সুবিধা
সম্পাদনাএই বিদ্যালয়ে নানা সুযোগ-সুবিধার মধ্যে উল্লেখযোগ্য সুযোগ-সুবিধা হলো:
উপবৃত্তি
সম্পাদনাবিদ্যালয়টিতে আলহাজ্ব ছিদ্দিক আহাম্মদ চৌধুরী ট্রাষ্ট ফাণ্ড, কুমিরা হাই স্কুল ট্রাষ্ট ফাণ্ড ও কুমিরা হাই স্কুল ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত বৃত্তির সুযোগ রয়েছে। এছাড়াও স্কুল ফাউন্ডেশন কর্তৃক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যারা বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে, তাদেরকে আর্থিক অনুদান দিয়ে থাকেন।
মিলানায়তন
সম্পাদনাএই বিদ্যালয়ে একটি মিলানায়তন রয়েছে, যেখানে বিদ্যালয়ের নানা প্রোগ্রাম আয়োজন হয়ে থাকে। এছাড়াও এই মিলানায়তনে স্থানীয় নানা প্রোগ্রামও আয়োজিত হয়ে থাকে।[৩] এছাড়াও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে থাকে।[৪]
শিক্ষক ও ছাত্র
সম্পাদনাবিদ্যালয়টিতে ৬ষ্ঠ-১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় শ্রেণীভিত্তিক। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষকের সংখ্যা ২০ জন ও স্কুলের ছাত্রসংখ্যা ১১৭৬।
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kumira (residential) High School - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৯।
- ↑ "সীতাকুন্ড উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৯।
- ↑ https://www.facebook.com/dailymanabzamin। "সীতাকুন্ডে আওয়ামী লীগের কর্মী সমাবেশ"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৯।
- ↑ Azadi, Dainik (২০২১-১০-২৯)। "সীতাকুণ্ডে ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন"। দৈনিক আজাদী (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৯।