কুমার-জননী লাহিড়ী

বিপ্লবী নারী।

কুমার-জননী লাহিড়ী ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের নারী বিপ্লবী।

কুমার-জননী লাহিড়ী
জন্ম
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)

ভারত
বাংলাদেশ)
পেশারাজনীতিবিদ, লেখক
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন,
সন্তানসত্যরঞ্জন লাহিড়ী ও জ্ঞানাঞ্জন লাহিড়ী (ছেলে)

জন্ম ও পরিবার

সম্পাদনা

কুমার-জননী লাহিড়ী ছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার। তিনি ছিলেন জমিদার-গৃহিনী। কিন্তু তাঁর দুই ছেলে সত্যরঞ্জন লাহিড়ী ও জ্ঞানাঞ্জন লাহিড়ী ছিল বিপ্লবী[]

রাজনৈতিক জীবন

সম্পাদনা

তিনি বিপ্লবীদের নানা ভাবে আশ্রয় দিয়ে সাহায্য করতেন। উত্তরবঙ্গে তাঁর বাড়ি ছিল বিপ্লবীদের প্রধান কেন্দ্র।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯কলকাতা: র‍্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ২৩২। আইএসবিএন 978-81-85459-82-0