কুব্বাত আন নবী

জেরুজালেমের হারাম আল শরিফে অবস্থিত একটি গম্বুজ

কুব্বাত আন নবী (আরবি: فبة النبي) (কুব্বাত জিব্রাইল বলেও পরিচিত) জেরুসালেমের হারাম আল শরিফে অবস্থিত একটি গম্বুজ। এটি উসমানীয় আমলে নির্মিত হয়।

কুব্বাত আন নবী

ইতিহাস

সম্পাদনা

১৫৩৮ সালে জেরুসালেমের উসমানীয় গভর্নর মুহাম্মদ বে এই গম্বুজ নির্মাণ করেন।[][] ১৬২০ সালে তৎকালীন গভর্নর ফারুক বে তা সংস্কার করেন।[] এটি মুহাম্মদ (সঃ) স্মরণে নির্মিত হয়েছে। ১৮৪৫ সালে এতে কিছু অংশ যোগ করা হয়।[]

কিছু মুসলিম লেখকের মতে এই স্থানে মুহাম্মদ অন্যান্য নবী ও ফেরেশতাদেরকে নিয়ে মিরাজের রাতে নামাজে ইমামতি করেছিলেন।

স্থাপত্য

সম্পাদনা

কুব্বাত আন নবী স্থাপনাটি অষ্টভুজাকার এবং এর আটটি স্তম্ভ ধূসর মার্বেলে নির্মিত।[] গম্বুজটি অর্ধবৃত্তাকার এবং তা সূচালো আর্চ দ্বারা ধরে রাখা হয়েছে। এর অলংকরণে লাল, কালো ও সাদা পাথর ব্যবহৃত হয়েছে। প্রাচীন মিহরাবটি মেঝেতে সাদা মার্বেল গেথে নির্মিত। এর পাশে লাল পাথর দিয়ে ঘিরে রাখা হয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Dome of the Prophet ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ ডিসেম্বর ২০১৯ তারিখে Noble Sanctuary Online Guide.
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; KET নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. Al Masjidul Aqsa Site PlanAl-Aqsa Friends 2007. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ অক্টোবর ২০০৮ তারিখে
  4. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ADL নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  5. Jacobs, Daniel. Israel and the Palestinian Territories Rough Guides, p.350. আইএসবিএন ১-৮৫৮২৮-২৪৮-৯.