কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়
কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় (বাংলা: কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়) হচ্ছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার কুটিতে অবস্থিত একটি শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়[১]। ১৯১৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়।[২] স্থানীয় অটল বিহারী দত্তের নামানুসারে এর নামকরণ করা হয়।
কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
৩৪৬১ বাংলাদেশ | |
স্থানাঙ্ক | ২৩°৪৪′২৩″ উত্তর ৯১°০৪′২৪″ পূর্ব / ২৩.৭৩৯৮° উত্তর ৯১.০৭৩২° পূর্ব |
তথ্য | |
নীতিবাক্য | জ্ঞানই আলো |
প্রতিষ্ঠাকাল | ১৯১৮ |
প্রতিষ্ঠাতা | অটল বিহারী দত্ত |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা |
প্রধান শিক্ষক | জাকির হোসেন |
কর্মকর্তা | ০৪ |
শিক্ষকমণ্ডলী | ১৫ |
শ্রেণি | ৬ষ্ঠ-১০ম |
ভর্তি | ১০০০ |
ভাষা | বাংলা |
ক্যাম্পাসের ধরন | গ্রামীণ |
রং | সাদা-কালো |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন |
ওয়েবসাইট | kutiabhs |
সহ-শিক্ষাক্রমিক কার্যক্রম
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কসবায় কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিলন মেলা"। sangbad.net.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৩।
- ↑ মোঃ আবু রাসেল চৌধুরী (২০১২)। "কসবা উপজেলা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।