কি করে বলব তোমায়

ভারতীয় বাংলা ধারাবাহিক
(কি করে বলবো‌‌‌ তোমায় থেকে পুনর্নির্দেশিত)

কি করে বলব তোমায় একটি ভারতীয় বাংলা টেলিভিশন ধারাবাহিক, যার প্রিমিয়ার হয়েছিল ১৬ ডিসেম্বর ২০১৯ সালে, এবং এটি বাংলা সাধারণ বিনোদন চ্যানেল জি বাংলাতে প্রচারিত হয় এবং জী৫ ডিজিটাল প্ল্যাটফর্মে উপলব্ধ। ধারাবাহিকটিতে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত, অয়ন নায়ক এবং ক্রুশাল আহুজা। ধারাবাহিকটি প্রযোজনা করেছেন শশী সুমিত প্রোডাকশনস। এটি ২০২০ সালের ৬ আগস্ট হিসাবে, ১০০তম পর্ব সম্পন্ন করেছে।[][][][]

কি করে বলব তোমায়
ধরননাটক
নির্মাতাশশী সুমিত প্রোডাকশন
পরিচালকঅয়ন সেনগুপ্ত
অভিনয়েস্বস্তিকা দত্ত
অয়ন নায়ক
ক্রুশল আহুজা
উদ্বোধনী সঙ্গীতকি করে বলবো তোমায়
সুরকারশুভম মিত্র
মূল দেশভারত
মূল ভাষাবাংলা
নির্মাণ
নির্মাণের স্থানকলকাতা
ব্যাপ্তিকাল২১ মিনিট
মুক্তি
মূল নেটওয়ার্কজি বাংলা
ছবির ফরম্যাট৫৭৬i এসডি টিভি
১০৮০i এইচডি টিভি
মূল মুক্তির তারিখ১৬ ডিসেম্বর ২০১৯

কাহিনী

সম্পাদনা

কি করে বলব তোমায় সুমিত প্রোডাকশন প্রযোজিত এবং আয়ান সেনগুপ্ত পরিচালিত একটি বাংলা নাটক । স্বস্তিকা দত্ত,অয়ন নায়ক, ক্রুশাল আহুজা এবং রাহুল দেব বোস অভিনীত এই নাটটি মূল চরিত্রে অভিনয় করা গল্পটি রাধিকাকে ঘিরে আবর্তিত হয়, যিনি একজন সফল ফ্যাশন ডিজাইনার হওয়ার আকাঙ্ক্ষী। কৌশিক তার জীবনে সতেজ বাতাসের নিঃশ্বাসের মতো প্রবেশ করে, কিন্তু পরে রাধিকা তাকে হারিয়ে ফেলে। তারপরে কর্ণ নামে এক ব্যবসায়ী রাধিকার প্রেমে পড়ে যান।

চরিত্র

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "প্রেমের কথা কি বলতে পারবে কর্ণ-রাধিকা?"। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০ 
  2. "Swastika Dutta to play a fashion designer in 'Ki Kore Bolbo Tomaye'; Here's what the actress has to say"। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০ 
  3. "Team 'Ki Kore Bolbo Tomay' celebrates as the show completes 50 episodes"। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০ 
  4. "কে হবে স্লট লিডার? জোর টক্কর 'কি করে বলবো তোমায়' ও 'মহাপীঠ তারাপীঠ'-এর মধ্যে"। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০