কিল বিল (ইংরেজি: Kill Bill কিল্‌ বিল্‌ অর্থাৎ "বিলকে হত্যা করো") কুয়েন্টিন টারান্টিনো পরিচালিত একটি ইংরেজি চলচ্চিত্র। এর মূল ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী উমা থারম্যান। ছবিটির প্রথম অংশের ব্যাপক সাফল্যের পর এর ধারাবাহিকতায় কিল বিল ২ বের হয়। কিল বিল ২-এ মূল কাহিনির সমাপ্তি টানা হয়। ছবিটিতে উমা থারম্যানের চরিত্র একাধারে একজন পেশাদার খুনী এবং স্নেহপরায়ণ মা যিনি সন্তানের মঙ্গলের জন্য যেকোনো বিপদের সম্মুখীন হতে পারেন।

কিল বিল
পরিচালককুয়েন্টিন টারান্টিনো
প্রযোজকলরেন্স বেন্ডার
রচয়িতাউমা থরম্যান
কুয়েন্টিন টারান্টিনো
শ্রেষ্ঠাংশেউমা থরম্যান
লুসি লু
ড্যারিল হানা
ডেভিড ক্যারাডাইন
ভিভিকা এ. ফক্স
জুলি দ্রিফু
চিয়াকি কুরিয়ামা
সুরকারআরজেডএ (RZA)
চিত্রগ্রাহকরবার্ট রিচার্ডসন
সম্পাদকস্যালি ম্যাকে
পরিবেশকমিরাম্যাক্স ফিল্মস্‌
মুক্তিঅক্টোবর ১০ ২০০৩
স্থিতিকাল১১১ মি.
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৩০ মিলিয়ন মার্কিন ডলার []

তথ্যসূত্র

সম্পাদনা

টেমপ্লেট:কুয়েন্টিন টারান্টিনোর চলচ্চিত্র