কিল বিল
কিল বিল (ইংরেজি: Kill Bill কিল্ বিল্ অর্থাৎ "বিলকে হত্যা করো") কুয়েন্টিন টারান্টিনো পরিচালিত একটি ইংরেজি চলচ্চিত্র। এর মূল ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী উমা থারম্যান। ছবিটির প্রথম অংশের ব্যাপক সাফল্যের পর এর ধারাবাহিকতায় কিল বিল ২ বের হয়। কিল বিল ২-এ মূল কাহিনির সমাপ্তি টানা হয়। ছবিটিতে উমা থারম্যানের চরিত্র একাধারে একজন পেশাদার খুনী এবং স্নেহপরায়ণ মা যিনি সন্তানের মঙ্গলের জন্য যেকোনো বিপদের সম্মুখীন হতে পারেন।
কিল বিল | |
---|---|
পরিচালক | কুয়েন্টিন টারান্টিনো |
প্রযোজক | লরেন্স বেন্ডার |
রচয়িতা | উমা থরম্যান কুয়েন্টিন টারান্টিনো |
শ্রেষ্ঠাংশে | উমা থরম্যান লুসি লু ড্যারিল হানা ডেভিড ক্যারাডাইন ভিভিকা এ. ফক্স জুলি দ্রিফু চিয়াকি কুরিয়ামা |
সুরকার | আরজেডএ (RZA) |
চিত্রগ্রাহক | রবার্ট রিচার্ডসন |
সম্পাদক | স্যালি ম্যাকে |
পরিবেশক | মিরাম্যাক্স ফিল্মস্ |
মুক্তি | অক্টোবর ১০ ২০০৩ |
স্থিতিকাল | ১১১ মি. |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৩০ মিলিয়ন মার্কিন ডলার [১] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ (২০০৩), "Kill Bill Vol. 1 - Domestic Total Gross", বক্স অফিস মোজো, accessed 2006-09-13