কিরামান কাতেবীন
ইসলামী ঐতিহ্য অনুযায়ী, দুইজন ফেরেশতা রয়েছেন যাদের নাম রকীব ও আতীদ। তাদেরকে কিরামান কাতিবিন বলা হয়। কিরামান কাতিবিনের অর্থ হল সম্মানিত লেখক। এরা প্রত্যেক ব্যক্তির সকল কাজ লিখে রাখেন। কোন ব্যক্তিকে জান্নাতে না জাহান্নামে পাঠানো হবে তা তার ভালো ও মন্দ কাজের ভারসাম্যের উপর নির্ভর করে না। তবে তার ভালো কাজগুলো তার মন্দ কাজগুলোকে ছাপিয়ে গেলে সে জান্নাতে যেতে পারে। আবার এর বিপরীত ঘটলে সে জাহান্নামে যেতে পারে। তবে আল্লাহর ইচ্ছা থাকলে সে জান্নাতেও যেতে পারে। কুরআনের ৫০:১৬-১৮ আয়াতে এবং ৮২:১০-১২ আয়াতে কিরামান কাতিবিনের উল্লেখ রয়েছে।[১]
কিরামান-কাতেবীন (কিংবা কেরামান কাতেবিন) হলেন দুইজন ফেরেশতা, যারা প্রতিটি মানুষের কাঁধে (রূপক অর্থে) বসে তার সবকিছু লিখে রাখেন। ডান কাঁধের ফেরেশতা সকল ভালো কাজ লিখে রাখেন, আর বাম কাঁধের ফেরেশতা সকল খারাপ কাজ লিখে রাখেন। এই ফেরেশতাদের দ্বারা লিখিত বইকে আমলনামা বলা হয়। মৃত্যুর পর আমলনামা অনুযায়ী প্রতিটি মানুষের বিচার করা হবে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Dawood, translated with notes by N.J. (২০০৬)। The Koran (50th anniversary সংস্করণ)। London: Penguin। পৃষ্ঠা 456। আইএসবিএন 978-0-14-044920-4।