কিছু শৈশব
কিছু শৈশব হুমায়ূন আহমেদ এর স্মৃতিচারণ মূলক বই। এটি কোনো উপন্যাস না। বইটিতে লেখক তার আপন শৈশবের কথাগুলো বলেছেন। অকপটে স্বীকার করেছে তার ছোট বেলার দুষ্টুমির কথা। কথার ফাঁকে ফাঁকে সে তার পরিবারের সকলের কথা বলেছেন।
লেখক | হুমায়ুন আহমেদ |
---|---|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ধারাবাহিক | আত্মজীবনী ও স্মৃতিকথা |
বিষয় | হুমায়ূন আহমেদের আত্মজীবনী |
ধরন | আত্মজীবনী |
প্রকাশিত | বইমেলায় |
প্রকাশক | অন্যপ্রকাশ, ৩৮/২ক বাংলাবাজার ঢাকা। |
প্রকাশনার তারিখ | ফেব্রুয়ারি ২০০৭ |
মিডিয়া ধরন | ছাপা (শক্তমলাট) |
আইএসবিএন | ৯৮৪ ৮৬৮ ৪১৬ ৬ |
পূর্ববর্তী বই | ছবি বানানোর গল্প |
পরবর্তী বই | বলপয়েন্ট |
কখনো কখনো আপনজনদের নিয়ে ছোট গল্পও ফেঁদেছেন। কখনো আবার প্রকাশ করেছেন ব্যক্তিগত দুঃখকথা।
বইটি সম্পর্কে লেখকের অভিমত
সম্পাদনাবইটি সম্পর্কে হুমায়ূন আহমেদ বইয়ের ফ্ল্যাপে লিখেছেন:[১]
“ |
উপন্যাস লিখছি না। নিজের শৈশবের কথাই লিখছি। পঞ্চাশ বছর আগেকার কথা। সব কিছু হবুহ মনে নেই। যে যায়গা মনে নেই সেসব জায়গায় Fill up the blank করেছি। লেখকের স্বাধীনতাও ব্যবহার করেছি, তবে যেটুকু না করলেই নয় শুধু ততটুকুই। - হুমায়ূন আহমেদ |
” |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ হুমায়ূন আহমেদ (ফেব্রুয়ারি ২০০৭)। কিছু শৈশব। অন্যপ্রকাশ, ৩৮/২ক, বাংলাবাজার, ঢাকা। পৃষ্ঠা বইয়ের ফ্ল্যাপ। আইএসবিএন 984-868-416-6।