কাসিদা-ই-বুরদা (চাদরের কবিতা) হলো ইসলামের নবী হযরত মুহাম্মদ (দ.)-এর প্রশংসায় আরবীতে রচিত সুদীর্ঘ কবিতা[] এটি রচনা করেন সুফি সাধক শরফুদ্দিন আল-বুসিরি কর্তৃক রচিত হয়।[] এটির প্রকৃত নাম হলো ''আল কাওয়াকিবুদ দুররিয়াহ ফি মাদহি খায়রিল বারিয়াহ'' (الكواكب الدرية في مدح خير البرية; "সৃষ্টির সেরার প্রশংসায় উজ্জ্বল নক্ষত্রমালা")।[] এটি মূলত সুন্নি মুসলিমদের নিকট অধিক জনপ্রিয়।

কাসিদা-ই-বুরদা
ফলকে লেখা

রচনার প্রেক্ষাপট

সম্পাদনা

আল-বুসিরি বুরদা লেখায় তার অনুপ্রেরণার পরিস্থিতি বর্ণনা করেছেন:

...আমি কাসিদা আকারে একটি কবিতা লেখার বিষয়ে চিন্তাভাবনা করতে শুরু করেছি এবং এর পরেই আমি মহান আল্লাহর কাছে ও আল্লাহর রাসূলের কাছে সুস্থতার উপায় হিসাবে আশাবাদী যে আমাকে সুস্থ করে তুলবে।

আমি প্রায়শই এটি পুনরাবৃত্তি করছিলাম, গাইছিলাম, এর মাধ্যমে মহান আল্লাহর প্রতি ফরিয়াদ করছিলাম। সেই সময়, ঘুমন্ত অবস্থায় আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবার-পরিজনের উপর সালাত ও শান্তি বর্ষণ করতে দেখলাম। তিনি তাঁর বরকতময় হাত দিয়ে আমার মুখটি মুছলেন এবং আমার উপর তাঁর চাদরটি চাপালেন। আমি সঙ্গে সঙ্গে উঠে আমার বাসা থেকে চলে গেলাম। আমি আমার কবিতা বা তার আগে আমি যে কিছু করছিলাম সে সম্পর্কে কাউকে বলিনি। রাস্তায়, আমি এক সহকর্মী আধ্যাত্মিক পথিকের সাথে দেখা করেছিলাম, যিনি আমাকে বলেছিলেন, "আমি চাই আপনি নবীর প্রশংসা করে যে কবিতাটি লিখেছিলেন তার একটি অনুলিপি আমাকে দান করুন, তাঁর প্রতি সালাত এবং শান্তি বর্ষিত হোক।" আমি জবাব দিলাম, "কোনটি?" তিনি বলেছিলেন, "আপনার অসুস্থতার সময় আপনি যা লিখেছেন।" এরপরে তিনি এর প্রারম্ভিক লাইনগুলো শোনালেন, "আল্লাহর কসম, আমি গত রাতে এটি একটি স্বপ্নে শুনেছিলাম আল্লাহর রাসুল উপস্থিতিতে, তাঁর ও তাঁর পরিবারের সালাত ও শান্তি বর্ষিত হোক। এটি নবীকে অত্যন্ত সন্তুষ্ট করেছিল এবং আমি তাকে তাঁর চাদরটি নিক্ষেপ করতে দেখেছি যিনি লিখেছেন তার উপর!"

আমি তাকে একটি অনুলিপি প্রদান করেছি এবং সে অন্যকে তার স্বপ্নের কথা বলতে শুরু করেছিল। এভাবে এই সংবাদ দূরদূরান্তে ছড়িয়ে পড়েছিল।

— ইমাম আল-বুসুরী

গীতিকবিতা (গানের কথা)

সম্পাদনা

مولاي صلي وسلم دائماً ابداً
মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান
ও মোর মওলা চিরকাল সালাত ও সালাম পাঠাও

على حبيبك خير الخلق كلهمِ
আলা হাবীবিকা খাইরিল খালকি কুল্লিহিমি
তোমার হাবিব যিনি সৃষ্টির সেরা তার উপরে

محمداً سيدُ الكونين والثقلين
মুহাম্মাদুন সাইয়িদুল কাওনাইনি ওয়াছ-ছাক্বালাইনি
মুহাম্মদ যিনি দুজাহানের ও দুগোষ্ঠীর (ইনসান ও জ্বিন) নেতা

والفريقين من عُربٍ ومن عجمي
ওয়াল-ফারীক্বাইনি মিন উরবিওঁ ওয়া মিন আজামী
এবং আরবদের ও আজমদের মাঝেও

هو الحبيب الذي ترجى شفاعته
হুওয়াল হাবিবুল লাযী তুরজা শাফায়াতুহু

لكل هول من الأهوال مقتحم
লিকুল্লি হাওলি মিনাল আহওয়ালি মুক্বতাহিমি


এই কাসিদাটি ১০টি অধ্যায়ে বিভক্ত:

  1. রাসুল (ﷺ)-এর প্রেম
  2. আত্মসংযমতা
  3. রাসুল (ﷺ)-এর প্রশংসা
  4. রাসুল (ﷺ)-এর জন্ম (মিলাদ)
  5. রাসুল (ﷺ)-এর ধর্ম প্রচার
  6. পবিত্র কুরআনের মর্যাদার বর্ণনা
  7. মিরাজের বর্ণনা
  8. রাসুল (ﷺ)-এর যুদ্ধ (জিহাদ)
  9. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও রাসুল (ﷺ)-এর সুপারিশ কামনা
  10. মোনাজাত ও নিজের মনের ইচ্ছা প্রকাশ

জনপ্রিয়তা

সম্পাদনা

এই কাসিদাটি মূলত সুফি মুসলমানদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। সুন্নি মুসলিমদের একটি বড় অংশ এটিকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে (যেমন মাওলিদ) আবৃত্তি করে থাকে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কাসিদা-ই-বুরদা-এর ইতিহাস"। ১১ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২ 
  2. "Qasida Al Burda"www.qasidaburda.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 
  3. "কসিদায়ে বুরদা শরীফ - ভবঘুরেকথা.কম ২০২৩"ভবঘুরে কথা। ২০১৯-০৪-২৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩