কাশিরাম বেলপুকুর ইউনিয়ন

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার একটি ইউনিয়ন
(কাশিরামবেলপুকুর ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন বাংলাদেশের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[][] এটি ৫৪.৬২ বর্গ কি. মি. (২১.০৯ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২১,৩৭৯ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১১টি ও মৌজার সংখ্যা ৯টি।[]

কাশিরাম বেলপুকুর
ইউনিয়ন
২নং কাশিরাম বেলপুকুর ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলানীলফামারী জেলা
উপজেলাসৈয়দপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা১৯৫০
আয়তন
 • মোট৫৪.৬২ বর্গকিমি (২১.০৯ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩১,৫৪৬
 • জনঘনত্ব৫৮০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

সম্পাদনা

পূর্বে খাতামধুপুর ইউনিয়ন, উত্তরে নিতাই, চাপড়া ও চড়াইখোলা ইউনিয়ন, পশ্চিমে বোতলাগাড়ী এবং দক্ষিণে আলমপুর ও কামারপুকুর ইউনিয়ন ।[]

ইতিহাস

সম্পাদনা

ভৌগোণিক উপাত্ত

সম্পাদনা

প্রশাসনিক উপাত্ত

সম্পাদনা

এই ইউনিয়টি ১০টি গ্রামের সমন্বয়ে গঠিত।

  • গ্রাম
  1. চওড়া
  2. কিসামত চওড়া
  3. কিসামত ডাঙ্গী
  4. কাশিরাম বেলঃ
  5. পূর্ব বেলপুকুর
  6. কুমারগাড়ী
  7. ধোপাঘাট
  8. পশ্চিম বেলপুকুর
  9. ডিকশো মোল্লাপাড়া
  10. আরাজি কিসামত চওড়া
  11. আরাজি কিসামত ধুলিয়া।[]

শিক্ষাব্যবস্থা

সম্পাদনা

মোট শিক্ষা প্রতিষ্ঠানঃ ২৪টি ।

  • কলেজ-১টি
  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-১টি
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয়-২টি
  • মাদ্রাসা-২টি
  • এতিম খানা-১টি।[]

স্বাস্থ্যসেবা

সম্পাদনা

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রঃ ০১ টি ।[]

অর্থনীতি

সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা
  • নীলফামারী সদর থেকেঃ নীলফামারী সদর থেকে সৈয়দপুর রোড হয়ে ১৩ কিলোমিটার ঢেলাপির পর্যন্ত এবং ঢেলাপীর থেকে পূর্ব দিকে প্রায় ১২ কিলোমিটার পরে হাজারী হাটে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ ।
  • সৈয়দপুর উপজেলা থেকেঃ সৈয়দপুর উপজেলা থেকে রংপুর রোড হয়ে খিয়ার জুম্মা পর্যন্ত এবং খিয়ার জুম্মা থেকে উত্তর দিকে প্রায় ০৪ কিলোমিটার পরে হাজারী হাটে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ ।[]

কৃতি ব্যক্তিত্ত্ব

সম্পাদনা

দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা

সম্পাদনা
  • মসজিদঃ ৪৬
  • মন্দিরঃ ১৩ টি
  • ব্যাংকঃ ০১ টি
  • হাট ও বাজারঃ ০৫টি
  • ক্লাবঃ ০৩টি
  • ডাকঘরঃ ০২টি ।
  • এনজিও-৫টি
  • ব্যাংক-১টি
  • বীমা-১১টি
  • মাজার-১টি।[]
  • আবাদি জমির পরিমানঃ ১,০০০ হেক্টর ।
  • অনাবাদি জমির পরিমানঃ ১০ হেক্টর ।
  • খাস জমির পরিমানঃ ১০ একর ।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "চওড়া বড়গাছা ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন 
  2. "Union Parishad List"স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  3. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  4. ইউনিয়ন, কাশিরাম বেলপুকুর (১ আগস্ট ২০২১)। "কাশিরাম বেলপুকুর ইউনিয়ন"কাশিরাম বেলপুকুর ইউনিয়ন। ৩১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২১