কালিগঞ্জ সরকারি কলেজ

বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলেজ
(কালীগঞ্জ সরকারী কলেজ থেকে পুনর্নির্দেশিত)

কালিগঞ্জ সরকারী কলেজ (কালিগঞ্জ ডিগ্রি কলেজ নামেও পরিচিত)[] বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে সুন্দরবনের কোল ঘেষে কাকশিয়ালি নদীর দক্ষিণ প্রান্তে অবস্থিত সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার একটি কলেজ। কলেজটি কালিগঞ্জ উপজেলার প্রথম উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি ১৯৬৯ সালের ১লা জুলাই প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালের ৮ আগস্ট কলেজটি সরকারিকরণ করা হয়।[]

কালিগঞ্জ সরকারী কলেজ
সাতক্ষীরা সরকারী কলেজের প্রবেশদ্বার
নীতিবাক্যশিক্ষার আদি, মধ্য ও অন্তের সার হল - আলোকিত মানুষ হওয়া।
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৬৯
ইআইআইএন১১৮৭৯৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষপ্রফেসর জি এম রফিকুল ইসলাম
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৩৫
শিক্ষার্থী২,৫০০ প্রায়
স্নাতকরাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
স্নাতকোত্তররাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
ঠিকানা
বাজারগ্রাম রহিমপুর, কালীগঞ্জ
, ,
২২°২৬′৫৮″ উত্তর ৮৯°০২′২০″ পূর্ব / ২২.৪৪৯৪১৩° উত্তর ৮৯.০৩৮৮০৬° পূর্ব / 22.449413; 89.038806
শিক্ষাঙ্গন৬.৩৭ একর
মানচিত্র

প্রতিষ্ঠার পটভূমি

সম্পাদনা

কালিগঞ্জ উপজেলার শেখ আব্দুল গফুর, বন্দকাটি গ্রামের আলহাজ সগীর আহমেদ এবং শেখ আহম্মেদ আলী, জি এম উকালত আলী, শিক্ষক শেখ আব্দুর রহমান, আব্দুর রহিম পাড়, শেখ আব্দুল লতিফ, নূর মোহাম্মদ, শেখ গোলাম বারী, ইছাহাক আলী সরদারদের উদ্যোগে কলেজটি স্থাপিত হয়। নির্মাণ কালের হিসেবে এটা সাতক্ষীরা জেলার দ্বিতীয় কলেজ। সাতক্ষীরা সরকারি কলেজ পরই কলেজটি প্রতিষ্ঠা লাভ করে।[]

অবকাঠামো

সম্পাদনা

কলেজটি ৫.৮১৫০ একর জমির উপর প্রতিষ্ঠিত। প্রাচীর বেষ্ঠিত কলেজটির চৌহদ্দির ভিতরে ১টি শহীদ মিনার, ২টি পুকুর, বড় খেলার মাঠ, ছাত্রী কমনরুম, ছাত্রী আবাস (বর্তমানে অব্যবহৃত), ৪ তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন ও ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবন রয়েছে। আইসিটি ভবনটি শেখ কামালের নামে নামকরণ করা হয়েছে।[]

শিক্ষার্থী সংখা

সম্পাদনা

এই কলেজে বর্তমানে একসাথে প্রায় ২৫০০ শিক্ষার্থীকে পাঠদানে সক্ষম।[]

শিক্ষাব্যবস্থার ক্রম-বিকাশ

সম্পাদনা

কলেজটিতে ১৯৬৯ সাল থেকে এইচ,এস,সি পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে পাঠদান শুরু হয়। বর্তমানে এইচ এস সি তে ২০টি বিষয়ে পাঠদান করা হয়। কলেজে ১৯৭২- ৭৩ শিক্ষাবর্ষ থেকে ডিগ্রিপাস কোর্সে পাঠদান শুরু হয়। বর্তমানে বি এ, বি এস এস, বি এস সি ও বি কম বিভাগে ১৫টি বিষয়ে পাঠদান করা হয়। ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীন উন্মুক্ত কোর্স ও একই শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডেও অধীন বিএম কোর্স চালু করা হয়। ২০০৭ সাল থেকে বিএ (অনার্স) সম্মান কোর্স চালু হয়। এখানে রাষ্ট্র বিজ্ঞান, ইসলামী শিক্ষা ও ব্যবস্থাপনা এই ৩টি বিষয়ে অনার্স কোর্সে পাঠদান করা হয়।

  • এইচএসসি কোর্স:
  1. বিজ্ঞান
  2. ব্যবসায় শিক্ষা
  3. মানবিক
  • ডিগ্রি (পাস) কোর্স:
  • বি.এ বিভাগ (পাস)
  • বি এস এস বিভাগ (পাস)
  • বি. বি. এস. বিভাগ (পাস)
  • অনার্স কোর্স:
  1. রাষ্ট্র বিজ্ঞান
  2. ইসলামী শিক্ষা
  3. ব্যবস্থাপনা
  • কারিগরি শিক্ষা কোর্সঃ
  1. বি এম

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কালিগঞ্জ উপজেলা"জাতীয় তথ্য বাতায়ন কালিগঞ্জ উপজেলা। ২০২০-০১-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৫ 
  2. "কালিগঞ্জ সরকারি কলেজ, পর্ব-০১ : কলেজ প্রতিষ্ঠা, পরিচালনা ও অগ্রযাত্রা"দৈনিক সাতনদী (ইংরেজি ভাষায়)। ২০২২-০৯-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা