কালীগঞ্জ পৌরসভা, ঝিনাইদহ

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পৌরসভা

কালীগঞ্জ পৌরসভা বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত 'ক' শ্রেণির একটি পৌরসভা।[][]

কালীগঞ্জ পৌরসভা
পৌরসভা
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাঝিনাইদহ জেলা
উপজেলাকালীগঞ্জ উপজেলা
প্রতিষ্ঠা১৪-০৩-১৯৯০[][]
সরকার
 • মেয়রআশরাফুল আলম আশরাফ (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট১৫.৮৩ বর্গকিমি (৬.১১ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
 • মোট৪২,৪১৬
 • জনঘনত্ব২,৭০০/বর্গকিমি (৬,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৩.০৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও সীমানা

সম্পাদনা

কালীগঞ্জ উপজেলা শহরের প্রাণ কেন্দ্রে কালিগঞ্জ পৌরসভা, ঝিনাইদহ অবস্থিত । কালিগঞ্জ পৌরসভা, ঝিনাইদহ একটি আধুনিক পৌরসভা। ৯ টি ওয়ার্ড নিয়ে কালিগঞ্জ পৌরসভা, ঝিনাইদহ গঠিত। এই পৌরসভায় রয়েছে দক্ষিণবঙ্গের উল্লেখযোগ্য বিটিশ আমলের কারখানা মোবারকগঞ্জ সুগারমিল এবং দক্ষিণবঙ্গের অন্যতম মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

ওয়ার্ডঃ ০৯টি[][]

১ নং ওয়ার্ডঃ চাপালি এবং শ্রীরামপুর। ২ নং ওয়ার্ডঃ পাইকপাড়া, আনন্দবাগ। ৩ নং ওয়ার্ডঃ ফয়লা। ৪ নং ওয়ার্ডঃ হেলাই। ৫ নং ওয়ার্ডঃ নিশ্চিন্তপুর এবং আংশিক বলিদাপাড়া। ৬ নং ওয়ার্ডঃ বলিদাপাড়া, বাবরা এবং ছোট রায়গ্রাম আংশিক। ৭ নং ওয়ার্ডঃ আড়পাড়া। ৮ নং ওয়ার্ডঃ শিবনগর এবং চাঁচড়া। ৯ নং ওয়ার্ডঃ কাশিপুর এবং ঈশ্বরবা

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা

মোট আয়তনঃ ১৫.৮৩ বর্গ কি.মি.[]

মোট জনসংখ্যাঃ ৪২,৪১৬ জন[]

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

শিক্ষার হারঃ ৪৩.০৯%[]

শিক্ষা প্রতিষ্ঠানঃ[]

শিক্ষা প্রতিষ্ঠানের নামঃ[]

কলেজ সমূহঃ[]
১. সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ
২. আলহাজ্ব আমজাদ আলী ফয়জুর রহমান মহিলা ডিগ্রি কলেজ
৩. শহীদ নূর আলী কলেজ

মাধ্যমিক বিদ্যালয়ঃ[]
১. সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়
২. সলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়
৩. মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়
৪. মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান প্রশাসকঃ দেদারুল ইসলাম

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "এক নজরে পৌরসভা - কালীগঞ্জ উপজেলা"kaliganj.jhenaidah.gov.bd। ২৬ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২০ 
  2. "এক নজরে কালীগঞ্জ পৌরসভা"দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]