কালীগঞ্জ পৌরসভা, ঝিনাইদহ
কালীগঞ্জ পৌরসভা বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত 'ক' শ্রেণির একটি পৌরসভা।[১][২]
কালীগঞ্জ পৌরসভা | |
---|---|
পৌরসভা | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | ঝিনাইদহ জেলা |
উপজেলা | কালীগঞ্জ উপজেলা |
প্রতিষ্ঠা | ১৪-০৩-১৯৯০[১][২] |
সরকার | |
• মেয়র | আশরাফুল আলম আশরাফ (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৫.৮৩ বর্গকিমি (৬.১১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৪২,৪১৬ |
• জনঘনত্ব | ২,৭০০/বর্গকিমি (৬,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৩.০৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাকালীগঞ্জ উপজেলা শহরের প্রাণ কেন্দ্রে কালিগঞ্জ পৌরসভা, ঝিনাইদহ অবস্থিত । কালিগঞ্জ পৌরসভা, ঝিনাইদহ একটি আধুনিক পৌরসভা। ৯ টি ওয়ার্ড নিয়ে কালিগঞ্জ পৌরসভা, ঝিনাইদহ গঠিত। এই পৌরসভায় রয়েছে দক্ষিণবঙ্গের উল্লেখযোগ্য বিটিশ আমলের কারখানা মোবারকগঞ্জ সুগারমিল এবং দক্ষিণবঙ্গের অন্যতম মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন।
প্রশাসনিক এলাকা
সম্পাদনা১ নং ওয়ার্ডঃ চাপালি এবং শ্রীরামপুর। ২ নং ওয়ার্ডঃ পাইকপাড়া, আনন্দবাগ। ৩ নং ওয়ার্ডঃ ফয়লা। ৪ নং ওয়ার্ডঃ হেলাই। ৫ নং ওয়ার্ডঃ নিশ্চিন্তপুর এবং আংশিক বলিদাপাড়া। ৬ নং ওয়ার্ডঃ বলিদাপাড়া, বাবরা এবং ছোট রায়গ্রাম আংশিক। ৭ নং ওয়ার্ডঃ আড়পাড়া। ৮ নং ওয়ার্ডঃ শিবনগর এবং চাঁচড়া। ৯ নং ওয়ার্ডঃ কাশিপুর এবং ঈশ্বরবা।
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনামোট আয়তনঃ ১৫.৮৩ বর্গ কি.মি.[১]
মোট জনসংখ্যাঃ ৪২,৪১৬ জন[২]
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাশিক্ষার হারঃ ৪৩.০৯%[২]
শিক্ষা প্রতিষ্ঠানঃ[২]
- মাধ্যমিক বিদ্যালয় - ০৪টি
- মহাবিদ্যালয় - ০৩টি
- আলিম মাদরাসা - ০১টি
- ফাযিল মাদরাসা - ০১টি
- কওমী মাদরাসা - ০৪টি
- হাফিজী মাদরাসা - ০৮টি
- নুরানী মাদরাসা - ০১টি
- এবতেদায়ী মাদরাসা - ০৫টি
- এতিমখানা - ০৪টি
- সরকারী প্রাথমিক বিদ্যালয় - ০৮টি
- বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় - ০৬টি
শিক্ষা প্রতিষ্ঠানের নামঃ[২]
কলেজ সমূহঃ[২]
১. সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ
২. আলহাজ্ব আমজাদ আলী ফয়জুর রহমান মহিলা ডিগ্রি কলেজ
৩. শহীদ নূর আলী কলেজ
মাধ্যমিক বিদ্যালয়ঃ[২]
১. সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়
২. সলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়
৩. মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়
৪. মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান প্রশাসকঃ দেদারুল ইসলাম