কালীগঞ্জ ইউনিয়ন, নাগেশ্বরী
১০নং কালীগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১]
কালীগঞ্জ ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
১০নং কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | কুড়িগ্রাম জেলা |
উপজেলা | নাগেশ্বরী উপজেলা |
জনসংখ্যা | |
• মোট | ১০,৫৫০ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নামকরণ ও ইতিহাস
সম্পাদনাকালীগঞ্জ গ্রাম ও মৌজার নামানুসারে এ ইউনিয়ানের নাম রাখা হয় কালীগঞ্জ ইউনিয়ন। ব্রিটিশ শাসনামলে আনুমানিক ১৯৪৩ সালে প্রথম ১৫টি গ্রাম ও ৩টি ওর্য়াড নিয়ে কালীগঞ্জ ইউনিয়ন গঠিত হয়। ঐসময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে পঞ্চায়েত বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম পঞ্চায়েত পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদ হিসেবে ঘোষণা করা হয়।[২]
অবস্থান
সম্পাদনাকালীগঞ্জ ইউনিয়নের পূর্বে বল্লেবের খাস, পশ্চিমে ভিতরবন্দ, উত্তরে বেরুবারী , দক্ষিণে নুনখাওয়া।[২]
গ্রাম সমূহ
সম্পাদনা- শিবনাথের বস :ওয়াড ১
- মন্নেয়ারপাড়: ওয়াড ২
- পোদ্দারের ভিটা : ওয়াড ৩
- কালীগঞ্জ :ওয়াড ৪
- কুমরিয়ার পাড়: ওয়াড ৫
- শালমারা (ডাকঘর) :ওয়াড ৬
- কাপালী পাড়া :ওয়াড ৭
- ব্যাপাড়ী পাড়া :ওয়াড ৮
- নামা চর :ওয়াড ৯
সাধারণ তথ্যাবলী
সম্পাদনা- পাড়া- ৩৬ টি
- মৌজা -
- কমিউনিটি ক্লিনিক -
- এনজিও-
- কবরস্থান-
- ঈদগাহ
- গ্রাম - ৯টি -শিবনাথের বস, মন্নেয়ার পাড়, পোদ্দারের ভিটা, কালীগঞ্জ, কুমিয়ার পাড়, শালমারা, কাপালী পাড়া, ব্যাপাড়ী পাড়া ও নামাচর অন্যতম।
- হাট বাজার - ১টি, কালীগঞ্জ বাজার।
- ক্রীড়া সংগঠন - ১টি, যথা-একতা সংগঠন।
- আশ্রায়ন - ৩টি, দিগল হাইল্যা আশ্রায়ন কেন্দ্র, কুমড়িয়ার পাড় আশ্রায়ন কেন্দ্র ও শালমারা আশ্রায়ন কেন্দ্র।
- মসজিদ-
- মন্দির-
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাকালীগঞ্জ ইউনিয়নটি নাগেশ্বরী উপজেলা হতে দক্ষিণে ১২ কি.মি. দূরে অবস্থিত। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা হতে সোজা পশ্চিমে কালীগঞ্জ যাওয়ার পথে হাতের ডানে সুদৃর্শ্যমান এই ইউনিয়ন পরিষদ ভবনটির অবস্থান।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- প্রাথমিক বিদ্যালয়
- মাধ্যমিক বিদ্যালয় ২টি
কালিগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয় কালিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা ১টি
শালমারা দাখিল মাদ্রাসা
- কলেজ ১টি
কালীগঞ্জ মহাবিদ্যালয়
জমি
সম্পাদনানদ-নদী ও বিল
সম্পাদনাকালীগঞ্জ ইউনিয়নের নদী সমুহ
দর্শনীয়
সম্পাদনা- দুধকুমার নদী
- মাদাইখাল বিল
- কালীগঞ্জ কলেজ
- মন্নেরপার ব্রীজ