কালিয়ারা গাবরাগাতি ইউনিয়ন
নেত্রকোণা জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন
কালিয়ারা গাবরাগাতি ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
কালিয়ারা গাবরাগাতি | |
---|---|
ইউনিয়ন | |
কালিয়ারা গাবরাগাতি ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫২′২৪″ উত্তর ৯০°৪৩′৪৭″ পূর্ব / ২৪.৮৭৩৩৩° উত্তর ৯০.৭২৯৭২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | নেত্রকোণা জেলা |
উপজেলা | নেত্রকোণা সদর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাকালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের পূর্বে বারহাট্টা উপজেলা পশ্চিমে পূর্বধলা উপজেলা উত্তরে দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলা ও দক্ষিণে নেত্রকোণা সদর উপজেলা অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রামের তালিকা:
- .বাঁশাটী
- .নাড়িয়াপাড়া
- .হাতকুন্ডুলি
- .পাটলি
- .কুমারপুর
- .রাজাপুর
- .গাবরাগাতি
- .আগুনহাটী
- .চন্দ্রকোনা
- .ছেউপুর
- .গলুহা
- .কালিয়ারা
- .বোবাহালা
- .কোনাপাড়া
- .দুয়ানি দুধকোড়া
- .বাদে দূধকোড়া
- .দামরিহালা
- .সাটিয়া
- .ত্রিশ কাহনিয়া
- .বড়কাঠুরি
- .হরিদাসপুর
- .কর্নখলা
- .মশুয়া
- .শৈলনারায়ন
- কড়ইকান্দি
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠান:
- নোয়াবন্দ আলিম মাদ্রাসা, হরিদাসপুর।
উচ্চ বিদ্যালয়:
- . মিলন উচ্চ বিদ্যালয়, বাঁশাটী।
- .উন্মেষ আদর্শ উচ্চ বিদ্যালয়, ছেওপুর।
- ডেউডুকুন বাজার উচ্চ বিদ্যালয়, মশুয়া।
- পাটলি মহিউল উলুম দাখিল মাদ্রাসা, পাটলী।
প্রাথমিক বিদ্যালয়:
- .বাঁশাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- .নাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- .গাবরাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- .পাটলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- .কালিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- .হাতকুন্ডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড়কটুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ত্রিশকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাদেদুধকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গলুহা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছেওপুর-দামড়ীহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
দর্শনীয় স্থান
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান-
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | মকবুল হোসেন খান পাঠান | |
০২ | নবাব আলী খান পাঠান | |
০৩ | আ: করিম খান | |
০৪ | গোলাম আলী খান পাঠান | |
০৫ | আ: করিম খান | |
০৬ | গোলাম আলী খান পাঠান | |
০৭ | আবু সিদ্দিক আহম্মেদ | |
০৯ | ইসলাম উদ্দিন তালুকদার | |
১০ | আবু সিদ্দিক আহম্মেদ | |
১১ | গোলাম মোহাম্মদ খান পাঠান (বিমল) | |
১২ | আবুল কাসেম বাচ্চু | |
১৩ | আবু সিদ্দিক আহম্মেদ | |
১৪ | সালাউদ্দিন খান মিল্কি | |
১৫ | এ. আর. আলী আজগর খান (শারীফ) | |
১৬ | মোঃ আমজাদ হোসেন খান | ২৬-১২-২০২২ হতে |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কালিয়ারা গাবরাগাতি ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০।
- ↑ "নেত্রকোণা সদর উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |