কালিয়াকৈর কলেজ বাংলাদেশের গাজীপুর জেলার একটি পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় অবস্থিত এই কলেজটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়।

কালিয়াকৈর কলেজ
কালিয়াকৈর কলেজের লোগো
প্রাক্তন নাম
কালিয়াকৈর ডিগ্রি কলেজ
ধরনএমপিওভুক্ত কলেজ
স্থাপিত১৯৬৮; ৫৬ বছর আগে (1968)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়
সভাপতিব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী
অধ্যক্ষমোঃ লুৎফর রহমান
শিক্ষার্থী৪,০০০ +
অবস্থান
বড়দল, কালিয়াকৈর, গাজীপুর
ওয়েবসাইটwww.kaliakoircollege.edu.bd

ইতিহাস

সম্পাদনা

কালিয়াকৈর কলেজের পূর্ব নাম কালিয়াকৈর ডিগ্রি কলেজ। কলেজটি ১৯৬৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। সকলের সমন্বিত কর্মপ্রচেষ্টায় ১৯৬৮ খ্রিস্টাব্দের ১লা জুলাই থেকে কলেজটির পাঠদান কার্যক্রম শুরু হয়।

শিক্ষক-শিক্ষার্থী

সম্পাদনা

কলেজের বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৪,০০০ জন। অধ্যাপক ও অধ্যাপিকা মন্ডলীর সংখ্যা ৬০ জন। অফিস কর্মচারী ০৩ জন এবং ৪র্থ শ্রেণীর কর্মচারী ১৩ জন।

অবকাঠামো

সম্পাদনা

প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি সু-বিশাল খেলার মাঠ রয়েছে। মাঠের এক কোণে দাড়িয়ে আছে একটি শহীদ মিনার। শহীদ মিনারের সামনে একটি বিশাল পুকুরট রয়েছে। কলেজে দুইটি পাঠাগার আছে। সেখানে ছাত্র-ছাত্রী ও অধ্যাপকগণ নিয়মিত অধ্যয়ন করেন।

অনুষদ ও বিভাগসমূহ

সম্পাদনা

এই শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর বিষয়ে পাঠদান করে থাকে। এর উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা - তিনটি শাখায় পাঠদান করা হয় ও শিক্ষা কার্যক্রম ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় ও স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত। বর্তমানে কর্মমুখী শিক্ষার সোপান তৈরি করার জন্য কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় কলেজে ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি (বি.এম.টি) কোর্স চালু করা হয়েছে। এলাকার ঝরেপড়া শিক্ষার্থীবৃন্দ যাতে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্য কলেজে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বা.উ.বি (এইচ.এস.সি ও ডিগ্রি) কোর্স চালু করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক

সম্পাদনা
  • মানবিক বিভাগ
  • বিজ্ঞান বিভাগ
  • ব্যবসায় শিক্ষা বিভাগ

স্নাতক (সম্মান)

সম্পাদনা
  • কলা অনুষদ
  • সমাজ বিজ্ঞান অনুষদ
  • ব্যবসায় শিক্ষা অনুষদ
  • বিজ্ঞান অনুষদ

তথ্য ও উপাত্ত

সম্পাদনা
  • কলেজ কোড: ২২২৫
  • কলেজ ই.আই.আই.এন নং: ১০৯১১০

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা