কালনী নদী
বাংলাদেশের নদী
কালনী নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩২ কিলোমিটার, গড় প্রস্থ ৫৭ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক কালনী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ১৫।[১]
কালনী নদী | |
জগন্নাথপুরে কালনী নদী
| |
দেশ | বাংলাদেশ |
---|---|
অঞ্চল | সিলেট বিভাগ |
জেলা | সুনামগঞ্জ জেলা |
Landmark | দিরাই উপজেলা |
উৎস | পুরনো সুরমা নদী |
মোহনা | চামতি নদী |
দৈর্ঘ্য | ৩২ কিলোমিটার (২০ মাইল) |
প্রবাহ
সম্পাদনাকালনী নদীটি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন এলাকার পুরনো সুরমা নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা শাল্লা উপজেলার হাবিবপুর ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে চামতি নদীতে নিপতিত হয়েছে।[১]
এই নদীর পাশেই বরাম হাওর ও ধরমপাশা উপজেলার সোনাডুবি হাওর অবস্থিত।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ১৭৯। আইএসবিএন 984-70120-0436-4।
- ↑ "বাঁধ ভেঙে তলিয়ে গেল হাজার একর জমির বোরো ধান"। http://www.prothom-alo.com। সংগ্রহের তারিখ 2016-04-118। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য);|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)