কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ
মাদারীপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান
কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাদারীপুর জেলার কালকিনি উপজেলার একটি কলেজ। কলেজটি বাংলাদেশের সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রতিষ্ঠিত করেন।[২]
কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ Kalkini Sayed Abul Hossain College | |
---|---|
ঠিকানা | |
৭৯২০ | |
স্থানাঙ্ক | ২৩°০৪′২৩″ উত্তর ৯০°১৩′৫৫″ পূর্ব / ২৩.০৭৩১১৫৯° উত্তর ৯০.২৩১৮৩১৭° পূর্ব |
তথ্য | |
ধরন | এমপিওভুক্ত |
প্রতিষ্ঠাকাল | ১ জুলাই ১৯৭২ |
প্রতিষ্ঠাতা | সৈয়দ আবুল হোসেন |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা |
কলেজ কোড | ৬৩০৫ |
ইআইআইএন | ১১০৭১৬[১] |
অধ্যক্ষ | মোঃ আরিফুল ইসলাম |
শিক্ষায়তন | ৭ একর (২৮,০০০ মি২) |
ক্যাম্পাসের ধরন | শহুরে |
অন্তর্ভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবকাঠামো
সম্পাদনা-
কলেজের মসজিদ
-
রবীন্দ্রনাথ ঠাকুর ছাত্রাবাস স্মৃতি ফলক
কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে ০২টি একাডেমিক ভবন, ০১টি লাইব্রেরি ভবন, ০১টি বিজ্ঞান ভবন ও একটি মসজিদ রয়েছে। ছাত্রদের জন্য ০১ টি ছাত্রাবাস ও ছাত্রীদের জন্য ০১টি ছাত্রীনিবাস রয়েছে।
গ্যালারি
সম্পাদনা-
বিজ্ঞান ভবন
-
কলেজ ক্যাম্পাস
-
কলেজের পুকুর
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ"। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১০।
- ↑ "দেড় শতাধিক বিদ্যালয় ও ছয়টি কলেজ প্রতিষ্ঠা করেছেন সৈয়দ আবুল হোসেন"। ২০২৩-১০-২৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১০।