কার্লেস কোমামালা
কার্লেস কোমামালা লোপেজ-দেল পান (১৭ এপ্রিল ১৮৮৯ – ৪ আগস্ট ১৯৮৩) পেশায় একজন অর্থোপেডিক সার্জন এবং ১৯০৩ থেকে ১৯১১ সালের মধ্যে বার্সেলোনার হয়ে একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি ১৯০৯–১৯১১ সালে বার্সেলোনার একজন পরিচালক ছিলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | কার্লেস কোমামালা লোপেজ-দেল পান | ||
জন্ম | ১৭ এপ্রিল ১৮৮৯ | ||
জন্ম স্থান | মাদ্রিদ, স্পেন | ||
মৃত্যু | ৪ আগস্ট ১৯৮৩ | (বয়স ৯৪)||
মৃত্যুর স্থান | বার্সেলোনা, স্পেন | ||
মাঠে অবস্থান | স্ট্রাইকার | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯০১–১৯০৩ | আইরিশ ফুটবল ক্লাব | ||
১৯০৩–১৯১১ | বার্সেলোনা | ১৫৪ | (১৭২) |
১৯০৭–১৯০৮ | → এসি গালেনো (ধারে) | ||
১৯১১–১৯১২ | ইউনিভারসিতারি এসসি | ||
১৯১৩ | রিয়াল ক্লাব দেপোর্তিউ এস্পানিওল | ||
১৯১২–১৯১৩ | ফুটবল ক্লাব কাজুয়াল | ||
জাতীয় দল | |||
১৯১০–১৯১২ | কাতালুনিয়া | ৫ | (২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
প্রাথমিক জীবন এবং কর্মজীবন
সম্পাদনাস্পেনের রাজধানী মাদ্রিদে বাস্ক বাবা এবং ক্যানারীয় মায়ের ঘরে জন্ম হয় তার।
১৯০৩ সালে তিনি বার্সেলোনায় যোগ দেন, যখন তার বন্ধু জোয়ান গাম্পের (যিনি ১৮৯৯ সালে ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন এবং ফুটবল ক্লাব বার্সেলোনার একজন সভাপতি ছিলেন) অবসর নেন। কোমামালা একজন দুর্দান্ত স্ট্রাইকার ছিলেন যিনি তার দীর্ঘ ক্যারিয়ারে অনেক গোল করেন। ক্লাবের হয়ে ১৫৪টি ম্যাচে তিনি মোট ১৭২টি গোল করেছেন।
তিনি খুব সক্রিয় জীবনযাপন করেছিলেন এবং তিনি আইরিশ ফুটবল দল গ্যালেন[১][২] এবং উনিভার্সিতারি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ফুটবল ক্লাব কাজুয়ালের হয়েও খেলেছেন।[৩] তিনি রাগবি এবং সাঁতার অনুশীলন করতেন, মাঝে মাঝে সাংবাদিকতামূলক লেখালেখি করতেন এবং ১৯২৩ সালে কাতালান ফেডারেশন অব জিমন্যাস্টিকসের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি হন।[৪]
কোমামালা ১৯১০ থেকে ১৯১২ সালের মধ্যে কাতালান জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলে দুটি গোল করেন, যার মধ্যে প্রথমটি ২৪ জুলাই ১৯১০-এ প্যারিসের কাছে ১–৩ গোলে হারার ম্যাচে কাতালুনিয়ার প্রথম আন্তর্জাতিক খেলায় আসে (যদিও ফিফা কর্তৃক স্বীকৃত নয়)।
কার্লেস কোমামালাকে একজন মহান কার্টুনিস্ট হিসেবে বিবেচনা করা হতো; তিনি ছিলেন ফুটবল ক্লাব বার্সেলোনার বর্তমান কোট অব আর্মসের মূল ধারণার স্রষ্টা, তারপর ১৯১০ সালে বার্সার জন্য তাদের ঢালকে আরও ভালোভাবে নকশা করার জন্য পাবলিক টেন্ডার জিতেছিলেন।
ব্যক্তিগত জীবন
সম্পাদনাকোমামালার ভাই আর্সেনি এবং আউরিও ছিলেন ফুটবল খেলোয়াড়, যারা দুজনেই বার্সেলোনার হয়েও খেলতেন। এছাড়াও তিনি ফুটবল ক্লাব বার্সেলোনা ক্লাব ক্রেস্টের ডিজাইনার ছিলেন, যার জন্য তিনি ১৯১০ সালে অনুষ্ঠিত একটি গণ প্রতিযোগিতা জিতেছিলেন।[৫]
অর্জন
সম্পাদনা- স্পেনীয় চ্যাম্পিয়নশিপ: ১৯০৯–১০
- কাতালান চ্যাম্পিয়নশিপ: ১৯০৪–০৫, ১৯০৮–০৯, ১৯০৯–১০ এবং ১৯০১০–১১
- পিরেনিস কাপ : ১৯০১–১০ এবং ১৯১০–১১
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Edición del jueves, 28 noviembre 1907, página 4 – Hemeroteca – Lavanguardia.es" (স্পেনীয় ভাষায়)। Hemeroteca.lavanguardia.es। ২৮ নভেম্বর ১৯০৭। ৩ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১০।
- ↑ "Edición del jueves, 21 noviembre 1935, página 4 – Hemeroteca – elmundodeportivo.es" (Spanish ভাষায়)। Hemeroteca.elmundodeportivo.es। ২১ নভেম্বর ১৯৩৫। ১৭ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১০।
- ↑ Dictionary of Barca. Antoni Closa, Jordi Blanco. Hardcover. Enc. Catalan 1999. আইএসবিএন ৯৭৮৮৪৪১২০১২৬২, Page 99
- ↑ "Federació Catalana de Gimnàstica - la Federació Catalana de Gimnàstica"। ২৩ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৩-০৬।
- ↑ "Carles Comamala"। ২৭ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৩।