কার্লভি ভারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
কার্লভি ভারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সংক্ষেপে কেভিআইএফএফ, চেক প্রজাতন্ত্রের কার্লভি ভারি শহরে অনুষ্ঠিত একটি বার্ষিক চলচ্চিত্র উৎসব। এটি বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসবের একটি এবং মধ্য ও পূর্ব ইউরোপের প্রধানতম চলচ্চিত্র অনুষ্ঠান।[১][২]
চিত্র:কার্লভি ভারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো.svg | |
অবস্থান | কার্লভি ভারি, চেক প্রজাতন্ত্র |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৪৬ |
পুরস্কার | ক্রিস্টাল গ্লোব |
শিল্পী পরিচালক | কারেল ওখ (২০১০-বর্তমান) |
ওয়েবসাইট | www |
অনুষ্ঠান
সম্পাদনাএই উৎসবে নিম্নোক্ত অনুষ্ঠানমালা রয়েছে:
- দাপ্তরিক নির্বাচন - প্রতিযোগিতা - অন্য কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় প্রদর্শিত হয়নি
- ইস্ট অব দ্য ওয়েস্ট - প্রতিযোগিতা - সাবেক সমাজতান্ত্রিক ব্লকের চলচ্চিত্র
- প্রামাণ্য চলচ্চিত্র - প্রতিযোগিতা - দুই ভাগে বিভক্ত, একটি ৩০ মিনিট বা তার থেকে কম দৈর্ঘ্যের চলচ্চিত্র ও অপরটি ৩০ মিনিটের অধিক দৈর্ঘ্যের চলচ্চিত্র
- হরাইজনস অ্যান্ড অ্যানাদার ভিউ: সবচেয়ে উল্লেখযোগ্য সমকালীন চলচ্চিত্রের নির্বাচন
- ইমাজিনা - বর্ণনা ও শৈলি, চলচ্চিত্রের ভাষার ভিন্নধর্মী ও আমূল দৃষ্টিকোণ সম্পন্ন প্রথাবিরুদ্ধ চলচ্চিত্র
- আউট অব দ্য পাস্ট - ধ্রুপদী, কাল্ট, বিরল ও পক্ষপাতমূলকভাবে অবজ্ঞা করা চলচ্চিত্রসমূহ তাদের মৌলিক ও পুনঃসংরক্ষিত সংস্করণে প্রদর্শিত হয়
- ফিউচার ফ্রেমস: জেনারেশন নেক্সট অব ইউরোপিয়ান সিনেমা - আসন্ন প্রজন্মের তরুণ ইউরোপীয় চলচ্চিত্র নির্মাতারা তাদের শিক্ষার্থী অবস্থার চলচ্চিত্র প্রদর্শন করে। ইউরোপিয়ান ফিল্ম প্রমোশন উৎসব আয়োজকদের সাথে যৌথভাবে এই শাখার আয়োজন করে।[৩]
- মিডনাইট স্ক্রিনিংস - সাম্প্রতিক ভীতিপ্রদ ও মারপিটধর্মী চলচ্চিত্র, যেগুলো এই ধারায় নতুন বা হাস্যরসাত্মক, সেসব চলচ্চিত্রের নির্বাচন
- চেক চলচ্চিত্র - বর্তমান চেক চলচ্চিত্রের নির্বাচন
- কেভিআইএফএফ ইস্টার্ন প্রমিসেস ইন্ডাস্ট্রি ডেজ - নির্মাণে অগ্রসরমান চলচ্চিত্র, ফার্স্ট কাট + ও নির্মাণাধীন চলচ্চিত্রের উপস্থাপনা। এই শাখার বিজয়ী ৫,০০০ মার্কিন ডলার পুরস্কার লাভ করেন।[৪]
- শ্রদ্ধাঞ্জলি, বিশেষ দৃষ্টি ও ফিরে দেখা
পুরস্কার
সম্পাদনা- পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা
- গ্রঁ প্রি - শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ক্রিস্টাল গ্লোব
- বিশেষ জুরি পুরস্কার
- শ্রেষ্ঠ পরিচালক
- শ্রেষ্ঠ অভিনেতা
- শ্রেষ্ঠ অভিনেত্রী
- প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা
- শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র - ৩০ মিনিট বা তার থেকে কম দৈর্ঘ্যের চলচ্চিত্র
- শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র - ৩০ মিনিটের অধিক দৈর্ঘ্যের চলচ্চিত্র
- বিশ্ব চলচ্চিত্রে সেরা অবদানের জন্য ক্রিস্টাল গ্লোব
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Richard Gere to Receive Crystal Globe at Karlovy Vary Film Festival" (ইংরেজি ভাষায়)। ভ্যারাইটি। ২২ জুন ২০১৫। ১০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২৪।
- ↑ "55th Karlovy Vary International Film Festival"। কার্লভি ভারি (ইংরেজি ভাষায়)। ৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২৪।
- ↑ বয়েস, লরেন্স (২৮ জুলাই ২০২১)। "The seventh edition of Future Frames showcases ten up-and-coming filmmakers from across Europe"। সিনেইউরোপা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২৪।
- ↑ ইকোনোমো, ভাসিলিস (১৭ আগস্ট ২০২১)। "KVIFF Eastern Promises announces its winners"। সিনেইউরোপা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে কার্লভি ভারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- দাপ্তরিক ওয়েবসাইট
- Festivary.cz - Unofficial website
- Karlovy Vary - a film fan’s aqua vitae - Czech.cz, The official Website of the Czech Republic
- Radio Prague monitoring of Karlovy Vary festival 2009