কারিতাস একটি আন্তর্জাতিক রোমান ক্যাথলিক সাহায্য সংস্থা, যা ১৬৫টি সংস্থার সমন্বয়ে ২০০টির বেশি দেশে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কারিতাস
প্রতিষ্ঠাকাল৯ নভেম্বর ১৮৯৭
(১২৭ বছর আগে)
প্রতিষ্ঠাতালোরেঞ্জ ওয়ার্থম্যান
আলোকপাতমানবহিতৈষী সাহায্য, আন্তজার্তিক উন্নয়ন এবং সমাজ সেবা
অবস্থান
এলাকাগত সেবা
বিশ্বব্যাপী
মূল ব্যক্তিত্ব
লুইস আন্তোনিও ট্যাগল, সভাপতি
ওয়েবসাইটhttp://www.caritas.org

১৮৯৭ সালের ৯ নভেম্বরে লোরেঞ্জ ওয়ার্থম্যান কারিতাস প্রতিষ্ঠা করেছিলেন। কারিতাস সুইজারল্যান্ডে ১৯০১ সালে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯১০ সালে গঠিত হয়। কারিতাস একটি উন্নত বিশ্ব গড়ার লক্ষ্যে দরিদ্র ও নিপীড়িতদের নিয়ে কাজ করে।

দেশ ও অঞ্চলভিত্তিক কারিতাস প্রতিনিধি

সম্পাদনা

কারিতাস বাংলাদেশ

সম্পাদনা

কারিতাস বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগে আর্থিক ও বস্ত্তগত সহায়তা প্রদানের পাশাপাশি দুর্যোগ আক্রান্ত জনগণের সক্ষমতা বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে থাকে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Bhorerkagoj। "কারিতাস"www.bhorerkagoj.net। ১১ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা