কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কুষ্টিয়া
কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (ইংরেজি: Kusthia Technical Training Center) কুষ্টিয়া জেলার একটি সরকারি প্রশিক্ষণ কেন্দ্র। প্রশিক্ষণ কেন্দ্রটি জনসাধারণের কাছে টিটিসি নামেই অধিক পরিচিত।[১][২][৩] প্রতিষ্ঠানটি ২০১৮ সালে জাতীয় উন্নয়ন মেলা ও ডিজিটাল উদ্ভাবনী মেলা-তে ১ম স্থান অধিকার করেছে।[৪]
কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র Kushtia Technical Training Center | |
প্রতিষ্ঠিত | ২৩ অক্টোবর ২০০৩[১] |
---|---|
অবস্থান | |
স্থানাঙ্ক | ২৩°৫৩′২৩″ উত্তর ৮৯°০৬′৫৪″ পূর্ব / ২৩.৮৮৯৮০৫২° উত্তর ৮৯.১১৫০৭৫৯° পূর্ব |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
মালিক | বাংলাদেশ সরকার |
অধ্যক্ষ | মোঃ মিজানুর রহমান[৫] |
সিনিয়র ইন্সট্রাক্টর (স্বয়ংচালিত) | মোঃ সোহেল রানা[৬] |
ওয়েবসাইট | ttc |
ইতিহাস
সম্পাদনাবর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে অর্থনীতিতে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য এতদঞ্চলের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার লক্ষ্যে কুষ্টিয়া শহরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উদ্যোগে ২০০৩ সালের ২৩ অক্টোবর কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।[১]
অবস্থান
সম্পাদনাকুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুষ্টিয়া জেলার কুষ্টিয়া শহরের জিরো পয়েন্ট চৌড়হাস থেকে প্রায় ৪০০মিটার পূর্ব দিকে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর বাস টার্মিনালের বিপরীত পাশে অবস্থিত। প্রশিক্ষণ কেন্দ্রটি ১.৭৬ একর জমির উপর নির্মিত হয়েছে।[১] প্রশিক্ষণ কেন্দ্রটির পশ্চিম দিকে রয়েছে কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়।
প্রশিক্ষণের তালিকা
সম্পাদনাকুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মোট ১৬ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।[৭] এগুলো হলো-
নং | প্রশিক্ষণের নামে | মেয়াদ |
---|---|---|
০১ | কম্পিউটার অপারেশন (নিয়মিত) | ০৬ মাস |
০২ | কম্পিউটার অপারেশন (স্ব-নির্ভর) | |
০৩ | গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং | |
০৪ | জাপানী ভাষা শিক্ষা | |
০৫ | সুইং মেশিন অপারেশন | ০৪ মাস |
০৬ | মিড লেভেল ম্যানেজমেন্ট | |
০৭ | ইলেকট্রিক্যাল ইন্সটেলেশন এন্ড মেইনটেন্যান্স | |
০৮ | মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স | |
০৯ | গ্রাফিক্স ডিজাইন | |
১০ | মেশনারী | |
১১ | প্লাম্বিং | |
১২ | মোটর ড্রাইভিং | ০২ মাস |
১৩ | স্পোকেন ইংলিশ | |
১৪ | কোরিয়ান ভাষা শিক্ষা | |
১৬ | হাউজ কিপিং | ০১ মাস |
১৬ | প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন | ০৩ দিন |
এছাড়াও এখানে ০২ বছর মেয়াদি এসএসসি ভোকেশনালে ০৪টি কোর্স চালু রয়েছে।[৭] এগুলো হলো-
নং | কোর্সের নাম | মেয়াদ |
---|---|---|
০১ | জেনারেল ইলেকট্রনিক্স | ০২ বছর |
০২ | অটোমোটিভ | |
০৩ | জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস | |
০৪ | রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "এক নজরে"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কুষ্টিয়া। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০১।
- ↑ নিজস্ব প্রতিবেদক (২০২৩-০৬-০৮)। "কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ম্যাজিস্ট্রেট এর নামে উৎকোচ গ্রহণের অভিযোগ!"। কুষ্টিয়া জিলাইভ। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০১।
- ↑ নিজস্ব প্রতিবেদক (২০১৮-০৮-২৯)। "কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাক-বহির্গমন কোর্সের সনদপত্র প্রদান অনুষ্ঠিত"। কুষ্টিয়া ২৪। ২০২৪-০৫-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০১।
- ↑ "আমাদের অর্জন সমূহ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কুষ্টিয়া। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০১।
- ↑ "অধ্যক্ষ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কুষ্টিয়া। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০১।
- ↑ "কর্মকর্তাবৃন্দের তালিকা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কুষ্টিয়া। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০১।
- ↑ ক খ "প্রশিক্ষণের তালিকা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কুষ্টিয়া। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০১।