কার্মান রেখা

(কারমান রেখা থেকে পুনর্নির্দেশিত)

কার্মান রেখা পৃথিবীর সমুদ্রপৃষ্ট থেকে ১০০ কিমি (৬০ মাইল) উপরে একটি কল্পিত রেখা, যা সাধারণত পৃথিবীর বায়ূমন্ডল হতে মহাকাশকে আলাদা করতে ব্যবহৃত হয়।[] এই সংজ্ঞাটি বিমানচালনাবিদ্যা (aeronautics ) এবং নভশ্চরণবিদ্যা (astronautics) বিষয়ে আন্তর্জাতিক মান নির্ধারক ও তথ্য সংরক্ষক সংস্থা Fédération Aéronautique Internationale (FAI) দ্বারা গ্রহণ করা হয় ।

বায়ূমন্ডলের স্তরসমূহ।[] (স্কেল অনুসারে নয়)

হাঙ্গেরীও-আমেরিকান প্রকৌশলী এবং পদার্থবিজ্ঞানী থিওডোর ভন্‌ কার্মান (১৮৮১-১৯৬৩) এর নাম অনুসারে এই নামকরণ করা হয়। তিনি প্রথম গনণা করে দেখান যে, এই সীমায় পৃথিবীর বায়ুমণ্ডল এতই পাতলার যে, বিমান চালানোর সম্ভব নয়। কেননা, সেক্ষেত্রে একটি বিমানকে বাতাসের উপর ভরদিয়ে চলাচলের জন্য এর বেগ পৃথিবীর আবর্তন গতির সমান হতে হবে।

  • বিমানচালনাবিদ্যা — FAI ক্ষেত্রে, পৃথিবীর সমুদ্রপৃষ্ট থেকে ১০০ কিমি মধ্যে বিমান চলাচল, সকল ধরনের বিমান মহড়া।
  • নভশ্চরণবিদ্যা — FAI ক্ষেত্রে, পৃথিবীর সমুদ্রপৃষ্ট থেকে ১০০ কিমি বাহিরের সকল ধরনের কর্মকাণ্ড।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ ডিসেম্বর ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১০ 
  2. "The 100 km Boundary for Astronautics"Fédération Aéronautique Internationale Press Release। ২০০৪-০৬-২৪। ২০০৬-১১-২৭ তারিখে মূল (DOC) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-১০-৩০ 

বহিসংযোগ

সম্পাদনা