কারনাল লোকসভা কেন্দ্র
কারনাল কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ১০ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রেটি মোট ৯ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা গুলি হল হিন্দি, ইংরেজি, পাঞ্জাবি।
কারনাল লোকসভা কেন্দ্র | |
---|---|
লোকসভা নির্বাচনী এলাকা | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
রাজ্য | হরিয়ানা |
প্রতিষ্ঠিত | ১৯৫২ - বর্তমান |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব সঞ্জয় ভাটিয়া | |
দল | ভারতীয় জনতা পার্টি |
নির্বাচিত বছর | ২০১৯ |
হরিয়ানার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে অন্যতম হল লোকসভা কারনাল আসনটি। এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে লোকসভার কেন্দ্রের মেয়াদ আরও একবছর বাড়ানো যায় আবার বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন করা যায়, যা উপনির্বাচন নামে পরিচিত।
ইতিহাস
সম্পাদনাকারনাল লোকসভা কেন্দ্রে ১৯৫২ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বিধানসভা কেন্দ্র গুলি
সম্পাদনালোকসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৯ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য হরিয়ানা বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৯ টি বিধানসভা কেন্দ্রে সর্বশেষ ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রের মধ্যে ৯টি বিধানসভা কেন্দ্রই তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়। বিধানসভা কেন্দ্র গুলি হলঃ-
- নীলখেরি বিধানসভা কেন্দ্র -
এই বিধানসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯ টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্য একটি। এই কেন্দ্রটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত।
- ইন্দ্রি বিধানসভা কেন্দ্র -
এই বিধানসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯ টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্য একটি। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷
- করনল বিধানসভা কেন্দ্র -
এই বিধানসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯ টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্য একটি। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷
- ঘরোন্ডা বিধানসভা কেন্দ্র -
এই বিধানসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯ টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্য একটি। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷
- আসান্ধ বিধানসভা কেন্দ্র -
এই বিধানসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯ টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্য একটি। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷
- পানিপত গ্রাম বিধানসভা কেন্দ্র -
এই বিধানসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯ টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্য একটি। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷
- পানিপত বিধানসভা কেন্দ্র -
এই বিধানসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯ টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্য একটি। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷
- ইসরানা বিধানসভা কেন্দ্র -
এই বিধানসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯ টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্য একটি। এই কেন্দ্রটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত।
- সমালখা বিধানসভা কেন্দ্র -
এই বিধানসভা কেন্দ্রটি হরিয়ানা রাজ্যের ৯ টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্য একটি। এই কেন্দ্রটি সাধারণ-এর জন্য সংরক্ষিত৷
বর্তমান ও প্রাক্তন বিজয়ী সাংসদদের তালিকা:
সম্পাদনাকারনাল কেন্দ্র বিজয়ী বর্তমান সাংসদ ভারতীয় জনতা পার্টি দলের সদস্য সঞ্জয় ভাটিয়া [১][২][৩] এবং প্রাক্তন সংসদ ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সদস্য অশ্বিনী কুমার চোপড়া।[৪]
- ২০০৯: অরবিন্দ কুমার শর্মা, ভারতীয় জাতীয় কংগ্রেস
- ২০১৪: অশ্বিনী কুমার চোপড়া , ভারতীয় জনতা পার্টি
- ২০১৯: সঞ্জয় ভাটিয়া, ভারতীয় জনতা পার্টি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Karnal Election Results 2019 Live Updates: Sanjay Bhatia of BJP Wins"। News18। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৪।
- ↑ "BJP ने घोषित की हरियाणा की नई कार्यकारिणी, ये रही पूरी सूची- Amarujala"। Amar Ujala। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৯।
- ↑ "BJP yet to pick candidates in Haryana, list likely by weekend – Times of India."। The Times of India। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৯।
- ↑ Narendra Modi's : Haryana Rally on Mar29,2014
আরও পড়ুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- "Statistical reports of assembly elections"। ভারতের নির্বাচন কমিশন। অক্টোবর ৫, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৮, ২০১০।
- উইকিমিডিয়া কমন্সে কারনাল লোকসভা কেন্দ্র সম্পর্কিত মিডিয়া দেখুন।
- ভারতে লোকসভা কেন্দ্রের তালিকা
- লোকসভা নির্বাচনের ফলাফল সরাসরি ২০১৯
- লোকসভা নির্বাচন