কারকাসোন-এর এরমেসিন্ডে

কারকাসোন-এর এরমেসিন্ডে (কাতালান ৯৭২ - ১লা মার্চ, ১০৫৮[]) দক্ষিণ ফ্রান্সের একজন মহান নারী ছিলেন। তিনি বার্সেলোনা, গিরোনা এবং ওসোনার কাউন্টেসের সঙ্গী হন।

কারকাসোন-এর এরমেসিন্ডে
গুইলেম মরেল কর্তৃক অঙ্কিত কারকাসোন-এর এরমেসিন্ডের ভাস্কর্যের পুনঃসংস্করণ (১৩৮৫)
জন্ম
কারকাসোন দ্য এরমেসিন্ডে

কাতালান ৯৭২
মৃত্যু১ মার্চ ১০৫৮(1058-03-01) (বয়স ৮৫–৮৬)

কারকাসোন-এর এরমেসিন্ডে কারকাসোন-এর কাউন্ট, প্রথম রোজার-এর কণ্যা ছিলেন। তিনি র‍্যামন বোরেল (বার্সেলোনার কাউন্ট) কে বিয়ে করেন[]

তার জীবদ্দশায় তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং নানা সমাবেশ এবং ট্রাইব্যুনালের সভাপতি হন। ১০১৮ সালে তার মৃত্যুর পর ১০২৩ সালে পর্যন্ত এরমেসিন্ডে তার ছেলে বেরেনগুয়েরের প্রথম র‍্যামন-এর জন্য শাসক হন। এরপর তিনি ক্ষমতা চালনা করেন।

নিজের ছেলের বিপরীতে গিয়ে তিনি দক্ষিণের মুসলিম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেন। এর অন্যতম কারণ ছিল তার শান্তির নীতির বিরুদ্ধে মহানদের বৈপরিত্য। ১০৩২ সালে যখন সে মারা যায়, তিনিই তার নাতির পক্ষ হয়ে শাসক হন এবং ১০৪৪ সাল পর্যন্ত সেখানেই ছিলেন।

পূর্বপুরুষ

সম্পাদনা

 

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা