কাম্পুং মাসিন মসজিদ

কাম্পুং মাসিন মসজিদ (মালয়: Masjid Kampong Masin; বা মসজিদ কাম্পুং মাসিন) হলো ব্রুনাইয়ের ব্রুনাই-মুয়ারা জেলার মাসিনে অবস্থিত একটি মসজিদ। এটি রাজধানী বন্দর সেরি বেগাওয়ান থেকে প্রায় ২৪ কিলোমিটার (১৫ মাইল) দূরে অবস্থিত। এই মসজিদটি ১৯৮৭ সালে উদ্বোধন করা হয়েছিল; এই মসজিদে একত্রে ৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন।[] এই মসজিদটি মাসিনের মুসলমানরা ইসলামিক সাম্প্রদায়িক কর্মকাণ্ড এবং নামাজের (বিশেষত জুমার নামাজের) জন্য ব্যবহার করে।

কাম্পুং মাসিন মসজিদ
মসজিদ কাম্পুং মাসিন
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
শাখা/ঐতিহ্যসুন্নি
অবস্থান
অবস্থানমাসিন, ব্রুনাই-মুয়ারা, ব্রুনাই
দেশব্রুনাই
কাম্পুং মাসিন মসজিদ ব্রুনাই-এ অবস্থিত
কাম্পুং মাসিন মসজিদ
ব্রুনেইতে অবস্থান
স্থানাঙ্ক৪°৪৯′৪৬.৩″ উত্তর ১১৪°৫০′৪৩.১″ পূর্ব / ৪.৮২৯৫২৮° উত্তর ১১৪.৮৪৫৩০৬° পূর্ব / 4.829528; 114.845306
স্থাপত্য
প্রতিষ্ঠার তারিখ২৭ ডিসেম্বর ১৯৮৭; ৩৭ বছর আগে (1987-12-27)
ধারণক্ষমতা৫০০

ইতিহাস

সম্পাদনা

১৯৮৬ সালে, এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং পরের বছরে সমাপ্ত হয়েছে। ১৯৮৭ সালের ২৭শে ডিসেম্বর কাম্পুং মাসিন মসজিদটি তৎকালীন ধর্ম বিষয়ক মন্ত্রী আওয়াং মোহাম্মদ জায়ান বিন সেরুদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "SenaraiMasjid - Masjid Kampong Masin"www.kheu.gov.bn (মালয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা