কাবারাত্তি
কাভারাত্তি হল ভারত এর কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ এর রাজধানী শহর। এটি ২০১১ [২] সালুর জনগননায় সেন্সাস শহর হিসাবে প্রকাশ পেয়েছে। এই দ্বীপ শহরটির মোট আয়তন ৩.৯৩ বর্গ কিলোমিটারের মত। এখানে একটি সুন্দর সমুদ্র সৈকত রয়েছে। এই সৈকত গুলির কারণে এই শহরে প্রচুর পর্যটক আসে।দিল্লি থেকে এই শহরের দূরত্ব ২,০৫৬ কিমি। এখানে ভারতের দক্ষিণ নৌসেনা কম্যান্ড এর একটি নৌঘাটি রয়েছে। নৌঘাটিটি আইএনএস লক্ষদ্বীপ হিসাবে পরিচিত।
কাভারাত্তি | |
---|---|
শহর | |
ডাকনাম: | |
স্থানাঙ্ক: ১০°৩৪′ উত্তর ৭২°৩৮′ পূর্ব / ১০.৫৭° উত্তর ৭২.৬৩° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
অঞ্চল | দক্ষিণ ভারত |
গঠন | ১ নভেম্বর, ১৯৫৬ |
দ্বীপ ও শহর | কাভারাত্তি |
সরকার | |
• প্রশাসক | এইচ.রাজেশ প্রসাদ আই.এ.এস. |
আয়তন | |
• মোট | ৩.৯৩ বর্গকিমি (১.৫২ বর্গমাইল) |
মাত্রা | |
• দৈর্ঘ্য | ৫ কিলোমিটার (৩ মাইল) |
উচ্চতা | ০ মিটার (০ ফুট) |
জনসংখ্যা (২০১৪) | |
• মোট | ১১,৪৭৩ |
• জনঘনত্ব | ২,৯২০/বর্গকিমি (৭,৬০০/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক | মালয়ালম, ইংরেজি[১] Mahl (Dhivehi) is spoken on Minicoy Island. |
Ethnicity | |
• জাতিতত্ত্ব | ≈৮৪.৩৩% মালয়ালী ≈১৫.৬৭% মাহল |
সময় অঞ্চল | ভাপ্রস (ইউটিসি+5:30) |
আইএসও ৩১৬৬ কোড | IN-LD |
জেলা | কাভারাত্তি জেলা |
মানব উন্নয়ন সূচক | 0.796 |
HDI Year | ২০০৫ |
HDI Category | high |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনালক্ষদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে প্রতিষ্ঠার সময় থেকে কাভারাত্তি লক্ষদ্বীপের রাজধানী শহর হিসাবে প্রশাসনিক কাজ করে চলেছে। বর্তমানে কাভারাত্তি কেন্দ্র সরকারের স্মার্ট সিটি মিশনএর আওতায় আনা হয়েছে।
ভূপ্রকৃতি
সম্পাদনাশহরটি কেরালার সমুদ্রতট থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। শহরটি সদ্র সমতল থেকে ০ থেকে ১ মিটার উচু। দ্বীপটি প্রবাল দ্বারা গঠিত হয়েছে। দ্বীপটি লম্বাটে ধরনের। এখানে প্রচুর সবুজ উদ্ভিদ দেখা য়ায়। দ্বীপ শহরটির সমুদ্র উপকূল ও সমুদ্র তলদেশে বিভিন্ন প্রজাতির মাছ দেখা যায়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ The Muslim tribes of Lakshadweep Islands By Makhan Jha
- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (পিডিএফ)। Government of Lakshadweep।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |