কাফুরিয়া ইউনিয়ন
কাফুরিয়া ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার নাটোর সদর উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫০.৬৯.৬৩.৫১।[২]
কাফুরিয়া | |
---|---|
ইউনিয়ন | |
ডাকনাম: কাফুরিয়া ইউপি | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নাটোর জেলা |
উপজেলা | নাটোর সদর উপজেলা |
আসন | নাটোর-২ |
আয়তন | |
• মোট | ৩২.৪ বর্গকিমি (১২.৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১] | |
• মোট | ৩২,০৭১ |
• জনঘনত্ব | ৯৯০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৪.২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ভৌগোলিক অবস্থান ও আয়তন
সম্পাদনানাটোর সদর উপজেলা সদর হতে পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৭৯৪১ একর[১] বা ৩২.৪ বর্গকিলোমিটার।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাকাফুরিয়া ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল —
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাফুরিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ৩২০৭১ জন[১], যারা ৮২৬৬ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১৫৯৭৫ জন এবং নারী হল ১৬০৯৬ জন।
শিক্ষা ও সংস্কৃতি
সম্পাদনাকাফুরিয়া ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৫৪.২%। তার মধ্যে নারী শিক্ষার হার ৫১.৮% এবং পুরুষ শিক্ষার হার ৫৬.৬%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ
১. পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়
অর্থনীতি ও যোগাযোগ
সম্পাদনাকাফুরিয়া ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ৩৮৭। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Rajshahi Division" [রাজশাহী বিভাগ] (পিডিএফ)। www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনাকাফুরিয়া ইউনিয়ন[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] — বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন