কানিহারী ইউনিয়ন

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার একটি ইউনিয়ন

কানিহারী ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার একটি ইউনিয়ন[][]

কানিহারি
ইউনিয়ন
৪নং কানিহারী ইউনিয়ন পরিষদ।
কানিহারি ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
কানিহারি
কানিহারি
কানিহারি বাংলাদেশ-এ অবস্থিত
কানিহারি
কানিহারি
বাংলাদেশে কানিহারী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৩৪′৩৯″ উত্তর ৯০°২৩′৫০″ পূর্ব / ২৪.৫৭৭৫০° উত্তর ৯০.৩৯৭২২° পূর্ব / 24.57750; 90.39722 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাত্রিশাল উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৩৩.৯৪ বর্গকিমি (১৩.১০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
 • মোট৩৫,৮৭২
 • জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা

সম্পাদনা

৪নং কানিহারী ইউনিয়ন প্রায় সমতল ও অসমতল ভুমি নিয়ে গঠিত। এটি ত্রিশাল উপজেলা সদর হতে প্রায় ১২ কিলো মিটার পূর্বে অবস্থিত। ৪নং কানিহারী ইউনিয়নের উত্তর পার্শে রয়েছে ৩নং কাঁঠাল ইউনিয়ন, দক্ষিণ-পূর্ব পার্শে রয়েছে বালিপাড়া ইউনিয়ন, পশ্চিম পার্শ্বে রয়েছে রামপুর ও ত্রিশাল ইউনিয়ন এবং পূর্ব পার্শ্বে ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলা।[]

গ্রামসমূহ

সম্পাদনা
  • বালিদিয়া
  • স্বরস্বতিকান্দা
  • রাঘববাড়ী
  • তালতলা
  • সুরিলেরকান্দা
  • বড়মা
  • এলংজানী
  • মাদলারগোপ
  • কানিহারী
  • চাঁদবাড়ী
  • জিলকী
  • তিরখী
  • বারইগাঁও
  • সুলতানপুর
  • মান্দাটিয়া
  • বহুলীকান্দা
  • গড়পাড়া
  • বিয়ার্ত্তা
  • কুষ্টিয়া ১ম খন্ড।[]<ref>

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা

আয়তনঃ ৩৩.৯৪ বর্গ কি. মি। জনসংখ্যাঃ ৩৫,৮৭২ জন। (পুরুষ-১৮০৩৩, মহিলা-১৭৮৩৯)[]

শিক্ষা

সম্পাদনা

শিক্ষার হার : ৪৭%।[]

শিক্ষা প্রতিষ্ঠান

  • উচ্চ বিদ্যালয়- ২ টি
 * আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয় 
 * বড়মা উচ্চ বিদ্যালয় 
  • নাইদাখিল মাদরাসা- ১ টি
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়-৯টি
  • বেসরকারি প্রাথমিক বিদ্যালয়-৩টি
  • মসজিদ- ৬৬ টি
  • কওমী মাদ্রাসা-১ টি
  * বড়মা কাকচর ফাযিল (ডিগ্রি) মাদরাসা

[]

দর্শনীয় স্থান

সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় অবস্থিত ৪নং কানিহারী ইউনিয়ন। প্রথমে ত্রিশাল বাস স্টেন্ড থেকে ময়মনসিংহ রোডে একটু সামনে গেলেই মাদানী সি এন জি পাম্প। তার বিপরীত পাশেই রয়েছে মাহিন্দ্রা স্টেশন সেই মাহিন্দ্রা দিয়ে কাকচর, বড়মা হয়ে আসা যাবে আহাম্মদাবাদ বাজারে। এবং সেই আহাম্মদাবাদ বাজারের নিকটেই অবস্থিত ৪নং কানিহারী ইউনিয়ন পরিষদ। ভাড়া পড়বে মাত্র ৩০ (ত্রিশ) টাকা।[]<ref>

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

জনাব মো:শহীদ উল্লাহ মন্ডল, শিক্ষক,রাজনীতিবিদ ও সমাজসেবক।

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান- মোঃ শহিদুল্লাহ মন্ডল

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নং চেয়ারম্যানগণের নাম মেয়াদকাল
০১ নেয়ামত উলস্নাহ সরকার
০২ বাবু প্রফুলস্ন কুমার চক্রবর্তী
০৩ মোহাম্মদ আলী মন্ডল
০৪ ইদ্রিস আলী মিয়া
০৫ হামেদ আলী মাষ্টার
০৬ খালেক সরকার
০৭ মোঃ ইদ্রিস আলী মন্ডল
০৮ আঃ ছামাদ সরকার
০৯ নুরুল আমিন
১০ মোঃ ছাইদুর রহমান রতন
১১ রেজিয়া খাতুন
১২ মোঃ আলীম আল রাজী উজ্জল
১৩ মোঃ আশরাফ আলী উজ্জল
১৪ শহীদুল্লাহ মন্ডল ২০২৩-বর্তমান

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কানিহারী ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২ 
  2. "ত্রিশাল উপজেলা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২ 
  3. ইউনিয়ন, কানিহারী (১৩ আগস্ট ২০২১)। [anihariup.mymensingh.gov.bd/site/page/2cae3f42-9069-4dca-ae4a-9d6487d7899dভৌ/ভৌগোলিক%20অবস্থান "কানিহারী ইউনিয়ন"] |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)কানিহারী ইউনিয়ন। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা