কানিজ আলী
কানিজ আলী (জন্মঃ জুলাই, ১৯৮৫) একজন বাংলাদেশি-ব্রিটিশ মেকআপ শিল্পী এবং ফ্রিল্যান্স বিউটি কলামলেখক। তিনি "কানিজমেকআপ" এবং "কানিজমেকআপ ট্রেইনিং একাডেমি"র প্রতিষ্ঠাতা পরিচালক।
কানিজ আলী | |
---|---|
জন্ম | জুলাই ১৯৮৫ (বয়স ৩৯) |
জাতীয়তা | বাংলাদেশি |
নাগরিকত্ব | ব্রিটিশ |
শিক্ষা | আইন |
মাতৃশিক্ষায়তন | অক্সব্রিজ কলেজ ইউনিভার্সিটি কলেজ লন্ডন |
পেশা | মেকআপ শিল্পী, কলামলেখক |
কর্মজীবন | ২০০৭–বর্তমান |
ওয়েবসাইট | www |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাআলী বাংলাদেশে জন্মগ্রহণ করেন। তার জন্মের কিছু পরেই তার পিতামাতা ইংল্যান্ডের লন্ডনে চলে যান এবং সেখানে পশ্চিম লন্ডনে বসবাস করেন। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সবাই বড়।[১] একটি মুসলিম বাড়িতেই তারা বড় হন।[২]
১৩ বছর বয়সে আলী শিশুতোষ প্রকাশনায় কবিতা লেখেন এবং প্রতিযোগিতায় জয়লাভ করেন। মাধ্যমিক শিক্ষাকালীন তিনি ভালো গ্রেড পেতেন।[৩]
অক্সব্রিজ কলেজে আলী পূর্ণাঙ্গরূপে পড়াশোনার পাশাপাশি একটি ফাউন্ডেশন কোর্সও করেন।[৩] ২০০৭ সালে তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে[১] এলএলবি ল কোর্স পাস করেন।[৩] পরবর্তীতে তিনি লন্ডনের চ্যান্সেরি লেন ভিত্তিক আন্তর্জাতিক আইন ফার্ম বার্ড অ্যান্ড বার্ডে কাজ করেন।
কর্মজীবন
সম্পাদনাআলী কর্মজীবনে আইনজীবী হতে চাইলেও পরবর্তীতে কসমেটিকস ক্ষেত্রে নিজের কাজের কিছু প্রকাশনার পর এ দিকেই ক্যারিয়ার গঠন করার প্রতি ঝোঁকেন। একই সময়ে তিনি ফেনচার্চ ক্লোথিং এর সাথেও তিনি কাজ করার সুযোগ পান।[১]
এশিয়ানা, এশিয়ানা ওয়েডিং, এশিয়ান ম্যাগাজিন, এশিয়ান ব্রাইড, ফ্যানফেয়ার, এশিয়ান ওয়েডিং ডিকশনারি, রেমিডি, শাউট, ইস্টার্ন আই, দ্য মুসলিম পেপার এবং লন্ডন বাংলাসহ নানা ম্যাগাজিনে তাঁর কাজগুলো প্রকাশিত হয়।[১]
২০০৭ সালের অক্টোবরে আলী "কানিজমেকআপ" প্রতিষ্ঠা করেন, যা বিভিন্ন সামগ্রী উৎপাদনসহ নানাবিধ প্রকল্প গ্রহণ করে থাকে।[৩]
২০০৯ সালের অক্টোবরে তিনি "কানিজমেকআপ ট্রেইনিং একাডেমি" প্রতিষ্ঠা করেন। অনেকেই তার কাছ থেকে মেকআপ বিষয়ক পরামর্শ চাইতেন, তাদের জন্যেই তিনি এ একাডেমি প্রতিষ্ঠা করেন। তিনি সেখানে বছরজুড়েই কর্মশালা নিয়ে থাকেন। সেইসাথে মেকআপ, ফ্যাশন এবং বধূসাজ বিষয়েও শিখিয়ে থাকেন।[৩]
মে, ২০১০ সালে তিনি "কানিজমেকআপ টীম" নামক মেকআপ শিল্পীদের একটি দল গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এর মাধ্যমে নতুন শিল্পীরা প্রধান ফ্যাশন ক্যাটওয়াক ও অনুষ্ঠানের বাইরেও তাদের দক্ষতা বাড়াতে পারেন। তবে তার ব্যস্ততার কারণে বর্তমান এ দলটি তার কিছু প্রকল্প দেখাশোনা করে। তার একটি মডেল ও চিত্রগ্রাহকদেরও দল রয়েছে যা তার জন্য কাজ করে।
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা২০০৮ সালের নভেম্বর মাসে আলী এশিয়ান স্টাইল অ্যাওয়ার্ডে "দ্য বেস্ট মেকআপ আর্টিস্ট অ্যাওয়ার্ড" এর জন্য মনোনীত হন।[১] ২০১১ সালের নভেম্বরে তিনি লন্ডনের পার্ক লেনের লন্ডন হিল্টন পার্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক এশীয় ফ্যাশন পুরস্কারে "সেরা মেকআপ শিল্পী" বিভাগের পুরস্কার লাভ করেন।[৪][৫]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ টেইলর, জ্যাক (২৯ সেপ্টেম্বর ২০১০)। "The Make-up of Kaniz Ali" (ইংরেজি ভাষায়)। শুট কনফিডেনটিয়াল। ২০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ Naseem, Aliya (আগস্ট ২০১০)। "The Make-up of Kanis Ali" (ইংরেজি ভাষায়)। Shout Confidential। পৃষ্ঠা 43। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ ক খ গ ঘ ঙ Chowdhury, Rumki (২০ মে ২০১০)। "An interview with Kaniz Ali" (ইংরেজি ভাষায়)। The Muslim Paper। ২০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ Chrysanthou, Gina (২৫ নভেম্বর ২০১১)। "International Asian Fashion Awards" (ইংরেজি ভাষায়)। Pukka PR। ১ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ "International Asian Fashion Awards 2011 Winners" (ইংরেজি ভাষায়)। এশিয়ান ওয়েডিং আইডিয়াস। ২ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- ফেসবুকে কানিজ আলী
- কানিজ মেকআপ (ইংরেজি)
- কানিজ রেস্টুরেন্ট ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে (ইংরেজি)
- কানিজ চ্যারিটি ফাউন্ডেশন ওয়েবসাইট (ইংরেজি)