কাদা

পানি ও মাটি এর একটি আঠালো, অর্ধ তরল মিশ্রণ

কাদা বা কর্দম হলো পানিমাটি এর একটি আঠালো, অর্ধ তরল মিশ্রণ। পৃথিবীর অনেক স্থানেই ঘর বাড়ি নির্মাণে কাদামাটির ব্যবহার রয়েছে।

ইয়েমেনের আমরান শহরের কাদামাটির ঘর
রাস্তার কাদায় আটকে যাওয়া ট্রাক।
মৃত সাগর এলাকার কাদায় স্নানরত এক ব্যক্তি।

কাদামাটির মধ্যে কেঁচো, ব্যাঙ, শামুক, কাঁকড়া, ঝিনুক, বাগদা চিংড়ি ইত্যাদি প্রাণী বাস করে। শূকর, জলহস্তী, গণ্ডার, মহিষ, ক্যাপিবারাহাতি সূর্যালোকের গরম থেকে বাঁচার জন্য কাদামাটিতে গড়াগড়ি দিয়ে স্নান করে থাকে। কাদামাটির প্রসাধন গুণাগুণে বিশ্বাসী অনেক মানুষও কাদায় স্নান করে থাকে।

হাইতিতে খাদ্য সংকটকালীন সময়ে কাদা মাটির টুকরাকে অনেকে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। []

তথ্যসূত্র

সম্পাদনা